Advertisement
২৭ এপ্রিল ২০২৪
sbi

ঋণ ও জমায় সুদ কমাল স্টেট ব্যাঙ্ক

ঋণের তহবিল সংগ্রহের খরচের ভিত্তিতে ধার্য সুদ (এমসিএলআর) ১৫ বেসিস পয়েন্ট কমছে ১০ মে থেকে।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মে ২০২০ ০৫:০২
Share: Save:

রুজি-রোজগারে করোনার ক্ষত যখন দগদগে, তখন ফের মেয়াদি আমানতে সুদ ছাঁটল স্টেট ব্যাঙ্ক। ঋণগ্রহীতাদের কিছুটা স্বস্তি দিয়ে সুদ কমেছে ঋণেও। তবে মূলত সুদনির্ভর মানুষের চিন্তা বাড়িয়ে জমার ক্ষেত্রে কোপ পড়েছে একটু বেশি। ব্যাঙ্ক কর্তৃপক্ষের অবশ্য দাবি, প্রবীণ নাগরিকদের জন্য বাড়তি সুদের ব্যবস্থা করতে বিশেষ জমা প্রকল্প এনেছেন তাঁরা। যেখানে সুদ কিছুটা বেশি। নাম ‘এসবিআই উইকেয়ার ডিপোজ়িট’। বাড়তি ৩০ বেসিস পয়েন্ট সুদের সুবিধা পেতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নাম লেখাতে হবে প্রকল্পে। টাকা রাখতে হবে ৫ বছর বা তার বেশি সময়। আর মেয়াদপূর্তির আগে তা তুলে নেওয়া চলবে না। এমনিতেই স্থায়ী আমানতে সাধারণের থেকে ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পান বয়স্করা।

স্থায়ী আমানতে সুদ

সাধারণ গ্রাহকের ক্ষেত্রে

• ২ থেকে ৩ বছরের কম মেয়াদে সুদ কমে হচ্ছে ৫.৫০ %। এখন ৫.৭০ %।

• ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদে তা অপরিবর্তিত, ৫.৭০%।

প্রবীণ নাগরিকদের

• নতুন প্রকল্প ‘এসবিআই উইকেয়ার ডিপোজ়িট’। পাঁচ বছর বা তার বেশি মেয়াদে বাড়তি সুদ।

• মেয়াদি আমানতে ৫০ বেসিস পয়েন্ট বাড়তি সুদ পান বয়স্করা। নতুন প্রকল্পে মিলবে আরও ৩০ বেসিস পয়েন্ট। অর্থাৎ পাঁচ বছর বা তার বেশি মেয়াদে টাকা রাখলে প্রকল্পটিতে ৮০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদের সুবিধা। হার ৬.৫০%।

এ দিন স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, ১২ মে থেকে তিন বছর পর্যন্ত মেয়াদি আমানতে সুদ কমছে ২০ বেসিস পয়েন্ট। আর ঋণের তহবিল সংগ্রহের খরচের ভিত্তিতে ধার্য সুদ (এমসিএলআর) ১৫ বেসিস পয়েন্ট কমছে ১০ মে থেকে। ৭.৪০% থেকে তা কমে হচ্ছে ৭.২৫%। অর্থাৎ গাড়ি, বাড়ি-সহ বিভিন্ন ঋণে ইএমআইয়ের খরচ কিছুটা বাঁচবে।

গত মাসেও এমসিএলআর ৩৫ বেসিস পয়েন্ট ছেঁটেছিল স্টেট ব্যাঙ্ক। ফলে দু’মাসেই ঋণে সুদ কমল ৫০ বেসিস পয়েন্ট। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, যে সব গ্রাহক এমসিএলআরের ভিত্তিতে ৩০ বছরের মেয়াদে ২৫ লক্ষ টাকা গৃহঋণ নিয়েছেন, তাঁদের মাসিক কিস্তি কমবে ২৫৫ টাকা।

আরও পড়ুন: ব্যাড ব্যাঙ্কের সওয়াল

ঋণের জোগান কি যথেষ্ট? সংশয় পরিসংখ্যানে

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MCLR State Bank of India Loan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE