Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ফের নতুন উচ্চতায় সেনসেক্স, নিফ্টি

অব্যাহত রয়েছে শেয়ার বাজারের ঊর্ধ্বগতি। বুধবারও সেনসেক্স বেড়েছে ১২০.৫৫ পয়েন্ট। সূচক ২৭,১৩৯.৯৪ অঙ্কে শেষ হয়ে ফের গড়েছে নতুন নজির। একই ভাবে ফের নতুন রেকর্ড অঙ্কে পৌঁছে গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্টিও। এই দিন বাজার বন্ধের সময়ে ৩১.৫৫ অঙ্ক বেড়ে নিফ্টি দাঁড়িয়েছে ৮১১৪.৬০ অঙ্কে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩৫
Share: Save:

অব্যাহত রয়েছে শেয়ার বাজারের ঊর্ধ্বগতি। বুধবারও সেনসেক্স বেড়েছে ১২০.৫৫ পয়েন্ট। সূচক ২৭,১৩৯.৯৪ অঙ্কে শেষ হয়ে ফের গড়েছে নতুন নজির। একই ভাবে ফের নতুন রেকর্ড অঙ্কে পৌঁছে গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্টিও। এই দিন বাজার বন্ধের সময়ে ৩১.৫৫ অঙ্ক বেড়ে নিফ্টি দাঁড়িয়েছে ৮১১৪.৬০ অঙ্কে।

এ দিন অবশ্য লেনদেনের এক সময়ে সেনসেক্স উঠে গিয়েছিল ২৭,২২৫.৮৫ অঙ্কে। পরে মুনাফার টাকা তুলে নেওয়ার জন্য শেয়ার বিক্রি বাড়তে থাকলে সূচক নিছুটা নেমে আসে।

বুধবার টাকার দামও বেড়েছে ১৯ পয়সা। ফলে বৈদেশিক মুদ্রার বাজার বন্ধ হওয়ার সময়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬০.৪৯ পয়সা। টানা চার দিন পড়ার পরে এ দিনই প্রথম টাকার দাম বাড়ল।

আন্তর্জাতিক ক্ষেত্রে শেয়ার বাজারগুলিও এ দিন তেজী ছিল। বিশেষ করে আমেরিকার শেয়ার বাজার। এর জেরে দ্রুত বেড়েছে টিসিএস, ইনফোসিস-সহ আরও বেশ কিছু তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ার দর।

শেয়ার বাজারের পক্ষে এ দিন আরও একটি ভাল খবর হল, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমেছে। উচ্চ মানের অশোধিত তেল ব্রেন্টের দাম কমে ব্যারেল প্রতি ১০০ ডলারের কাছে এসে ঠেকেছে। তেলের দাম কমায় দেশের বাণিজ্য ঘাটতি আরও কমার সম্ভাবনা দেখা দিয়েছে। যা শেয়ার বাজারের পক্ষে অত্যন্ত ভাল খবর।

আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের খবরও ভারত-সহ বিশ্বের শেয়ার বাজারগুলির উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ার কারণেই তেলের দাম কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এ দিকে ভারতের বাজারে বিশেষ করে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি তাদের বিনিয়োগের বহর ক্রমাগত বাড়াচ্ছে। গত মঙ্গলবারও তারা লগ্নি করেছে ৬৭২.৮১ কোটি টাকা। এ নিয়ে টানা দু’দিনে ওই সব সংস্থা ভারতের বাজারে ১২৬০ কোটি টাকার শেয়ার কিনেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE