Advertisement
৩০ এপ্রিল ২০২৪

এ বার প্রাক্তন ব্যাঙ্ককর্তাদের বিরুদ্ধে তদন্ত মাল্য কাণ্ডে

বিজয় মাল্যের কিংগ্‌ফিশার এয়ারলাইন্সকে দেওয়া ঋণ নিয়ে তদন্তের জাল ছড়াচ্ছে এসএফআইও। তিন বছর ধরে চলা এই তদন্তে এর আগেই মাল্য ও বিমান সংস্থাটির প্রাক্তন কর্তাদের জেরা করেছে বড় মাপের প্রতারণা অনুসন্ধান সংক্রান্ত এই দফতর।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০১:৫৯
Share: Save:

বিজয় মাল্যের কিংগ্‌ফিশার এয়ারলাইন্সকে দেওয়া ঋণ নিয়ে তদন্তের জাল ছড়াচ্ছে এসএফআইও। তিন বছর ধরে চলা এই তদন্তে এর আগেই মাল্য ও বিমান সংস্থাটির প্রাক্তন কর্তাদের জেরা করেছে বড় মাপের প্রতারণা অনুসন্ধান সংক্রান্ত এই দফতর। আর, এ বার ঋণদাতা ব্যাঙ্কগুলির প্রাক্তন কর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করল এসএফআইও। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, সংস্থার বিপুল লোকসানের মধ্যেও নিয়ম না-মেনে কিংগ্‌ফিশারকে নতুন করে ধার দেন তাঁরা। এ ছাড়াও, বাড়তি ঋণ দিতে সংস্থার ব্র্যান্ড ও সম্পত্তির বাজার দর বাড়িয়ে দেখানো হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। সংশ্লিষ্ট সূত্রে খবর, ইতিমধ্যেই ১০টির বেশি ব্যাঙ্কের প্রাক্তন কর্তাদের বিরুদ্ধে সমন জারি করেছে এসএফআইও।

উল্লেখ্য, ২০০৭-২০১০ সালে সংস্থাকে বিপুল ঋণ দেওয়া হয়। অথচ, ২০০৮-’০৯ সালে সংস্থার ক্ষতি ছোঁয় ১,৬০০ কোটি টাকারও বেশি। এটাই তদন্তের অন্যতম বিষয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vijay Mallya SFIO top bankers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE