Advertisement
০৪ জুন ২০২৪

শিল্পের চাকায় গতি আনতে সওয়াল নতুন ভাবনার পক্ষে

শুধু লগ্নি নয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চাই নতুন ভাবনাও। না হলে একবিংশ শতাব্দীতে শিল্পের চাকা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ০৩:০৪
Share: Save:

শুধু লগ্নি নয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চাই নতুন ভাবনাও। না হলে একবিংশ শতাব্দীতে শিল্পের চাকা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। বিশেষত উৎপাদন শিল্পে তা বেশি জরুরি। সম্প্রতি বেঙ্গল চেম্বারের দু’-দিনের সম্মেলনে এরই পক্ষে সওয়াল করলেন শিল্পমহলের প্রতিনিধি থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, সকলেই।

কেন্দ্রীয় ছোট ও মাঝারি শিল্প মন্ত্রী গিরিরাজ সিংহ নতুন ভাবনার প্রয়োজনীয়তার প্রসঙ্গে টেনে আনলেন সম্প্রতি ফরাসি সংস্থা পুজোর হিন্দুস্তান মোটরসের অ্যাম্বাসাডর ব্র্যান্ড কেনার কথা। বস্তুত, হিন্দুস্তান মোটরসের অবনতির জন্য সকলেই সংস্থার বিরুদ্ধে যে অভিযোগ আনেন, গিরিরাজও সে দিকেই আঙুল তুলেছেন। তিনি বলেন, ‘‘নতুন ভাবনার অভাবেই সংস্থা অন্যের হাতে চলে গেল।’’

নয়া ভাবনার প্রসঙ্গেই বণিকসভার প্রাক্তন কর্তা কল্লোল দত্ত বলেছেন, অপচয় কমিয়ে ছোট-মাঝারি শিল্পকে প্রতিযোগিতার বাজারে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। এ প্রসঙ্গে বেঙ্গল চেম্বারের আর এক প্রাক্তন কর্তা সন্দীপন চক্রবর্তীর বক্তব্য, শিল্প গড়তে হলে নির্দিষ্ট আকাঙ্ক্ষা থাকতে হবে, যা স্বপ্নের থেকে আলাদা। স্বপ্ন পূরণ করার তাগিদ না-ও থাকতে পারে। কিন্তু আকাঙ্ক্ষা বা পরিকল্পনা না-থাকলে শিল্প গড়া যায় না। রাজ্য ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান কর্নেল সব্যসাচী সেনগুপ্ত এর সঙ্গেই জোর দিয়েছেন ঝুঁকি নেওয়ার মানসিকতার উপরও।

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: মেয়েদের ভোট বিশ্লেষণ এবং তর্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE