Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ট্রাইয়ের নির্দেশ স্থগিত টিডিস্যাটে

আপাতত ট্রাইয়ের সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল তাদের আপিল আদালত টিডিস্যাট।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৮ ০২:৩৬
Share: Save:

সবাইকে না দিয়ে টেলি পরিষেবা সংস্থাগুলির বিশেষ কিছু গ্রাহককে সস্তায় পরিষেবা দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা ট্রাই। আপাতত ট্রাইয়ের সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল তাদের আপিল আদালত টিডিস্যাট।

মাস দুয়েক আগে ট্রাই জানিয়েছিল, গ্রাহকদের মাসুলে বৈষম্য করতে পারবে না সংস্থাগুলি। এয়ারটেল ও আইডিয়া ওই সিদ্ধান্তের বিরুদ্ধে টিডিস্যাটে আবেদন করে। প্রতিদ্বন্দ্বী সংস্থার হাত থেকে ‘বাঁচিয়ে’ গ্রাহককে নিজের ঘরে ধরে রাখতে অনেক সময় বাড়তি সুবিধা দেয় সংস্থাগুলি। রিলায়্যান্স-জিয়োর সঙ্গে টক্কর দিতে পুরনো সংস্থাগুলি বেশি করে এমন সুবিধা দিতে শুরু করে।

টিডিস্যাট এ দিন জানিয়েছে, নতুন নির্দেশ দেওয়ার আগে ট্রাই আপাতত সংস্থাগুলিকে কোনও জরিমানাও করতে পারবে না।

ভোডাফোনের বক্তব্য: ২০১৬ সালে রিলায়্যান্স-জিয়োর পরিষেবা শুরুর সময়ে তা পরীক্ষামূলক ছিল। তাই তাদের ইন্টারকানেক্টিভিটি বা সংযোগ দেওয়ার বাধ্যবাধকতা ছিল না বলে দিল্লি হাইকোর্টে জানাল ভোডাফোন। উল্লেখ্য, ওই অভিযোগে ভোডাফোনকে জরিমানা করেছে ট্রাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TDSAT TRAI ট্রাই
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE