Union budget 2022: what increases and what decreases in union budget dgtl
URL Copied
ব্যবসা
Budget 2022: বাজেটে কী সস্তা হল? কোনটি আরও মহার্ঘ? পূরণ হল কি জনগণের আশা, জেনে নিন
নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০১ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০৯
Advertisement
১ / ১৩
সংসদে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন কেন্দ্রীয় বাজেটে শিল্পের বেশ কিছু ক্ষেত্রে কর বাড়িয়েছে কেন্দ্র। আবার শুল্ক ছাড় দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। ফলে করের বোঝা কমে সস্তা হয়েছে কিছু জিনিস। একই ভাবে দাম বেড়েওছে বেশ কিছু দ্রব্যের। সেগুলি কী কী? জেনে নিন—
২ / ১৩
কেন্দ্রীয় বাজেটে দাম কমতে চলেছে পোশাকের।
Advertisement
Advertisement
৩ / ১৩
পালিশ করা হিরের উপর শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। ফলে দাম কমবে হিরে এবং হিরের গহনার।
৪ / ১৩
দাম কমেছে গ্রহরত্নেরও।
Advertisement
৫ / ১৩
সস্তা হচ্ছে চামড়াজাত দ্রব্য। ফলে দাম কমবে চামড়ার জুতো, চামড়ার ব্যাগ, বেল্ট ইত্যাদির।
৬ / ১৩
মোবাইল সস্তা হচ্ছে।
৭ / ১৩
কমছে চার্জারের দাম।
৮ / ১৩
কৃষি যন্ত্রপাতির দামও কমবে।
৯ / ১৩
পেট্রোপণ্য যেমন কেরোসিন, গ্যাসোলিন, জ্বালানি তেল, ডিজেল জ্বালানি, তরল প্রাকৃতিক গ্যস, তরল পেট্রোলিয়াম গ্যাসর দাম কমছে।
১০ / ১৩
দাম বেড়েছে ইমিটেশনের গহনার।
১১ / ১৩
সস্তা হবে বিদেশ থেকে আনা যন্ত্রপাতিও।
১২ / ১৩
তবে দাম বাড়ছে ইস্পাতজাত দ্রব্যের। ফলে স্টিলের বাসনের দামও বাড়বে।