Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Trivago

ট্রিভাগোর বিজ্ঞাপনের এঁকে চেনেন?

ট্রিভাগো বিজ্ঞাপনের লোকটি কে?

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৮ ০৯:১৭
Share: Save:
০১ ১০
টিভি দেখেন? ইউটিউবে ভিডিয়ো দেখেন? তা হলে নিশ্চয়ই ছবির এই ভদ্রলোককে আপনি চেনেন। ‘ক্যায়া আপনে কভি অনলাইন হোটেল সার্চ কিয়া হ্যায়?’ বললেই যাঁর মুখ ভেসে ওঠে। ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন তিনি। নাম অভিনব কুমার।

টিভি দেখেন? ইউটিউবে ভিডিয়ো দেখেন? তা হলে নিশ্চয়ই ছবির এই ভদ্রলোককে আপনি চেনেন। ‘ক্যায়া আপনে কভি অনলাইন হোটেল সার্চ কিয়া হ্যায়?’ বললেই যাঁর মুখ ভেসে ওঠে। ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন তিনি। নাম অভিনব কুমার।

০২ ১০
হু ইজ ট্রিভাগো অ্যাড গাই, গুগলে অসংখ্যবার সার্চ দেওয়া হয়েছে এই প্রশ্নটি রেখে। টুইটারেও অভিনবের ফলোয়ার সংখ্যা বেড়েই চলেছে।

হু ইজ ট্রিভাগো অ্যাড গাই, গুগলে অসংখ্যবার সার্চ দেওয়া হয়েছে এই প্রশ্নটি রেখে। টুইটারেও অভিনবের ফলোয়ার সংখ্যা বেড়েই চলেছে।

০৩ ১০
সাশা ছেত্রী (এয়ারটেল গার্ল)কে নিয়ে যেমন মাতামাতি হয়েছিল, তেমনটাই হয়েছে অভিনবের ক্ষেত্রে। এক্কেবারে সাদামাটা চেহারার এই ভদ্রলোক ট্রিভাগোর বিজ্ঞাপনের মডেল।

সাশা ছেত্রী (এয়ারটেল গার্ল)কে নিয়ে যেমন মাতামাতি হয়েছিল, তেমনটাই হয়েছে অভিনবের ক্ষেত্রে। এক্কেবারে সাদামাটা চেহারার এই ভদ্রলোক ট্রিভাগোর বিজ্ঞাপনের মডেল।

০৪ ১০
ট্রিভাগোর কান্ট্রি ডেভেলপমেন্ট মডেলের ভারতীয় শাখার দায়িত্বে রয়েছেন অভিনব নিজেই।

ট্রিভাগোর কান্ট্রি ডেভেলপমেন্ট মডেলের ভারতীয় শাখার দায়িত্বে রয়েছেন অভিনব নিজেই।

০৫ ১০
বেড়ে উঠেছেন ঝাড়খণ্ডের নিম্ন মধ্যবিত্ত পরিবারে। কর্মসূত্রে থাকেন জার্মানির ডাসেলডার্ফে।

বেড়ে উঠেছেন ঝাড়খণ্ডের নিম্ন মধ্যবিত্ত পরিবারে। কর্মসূত্রে থাকেন জার্মানির ডাসেলডার্ফে।

০৬ ১০
টেলিভিশনের আগে প্রথমে অনলাইনে শুরু হয়েছিল ট্রিভাগোর বিজ্ঞাপন। তখনই জনপ্রিয়তা পান অভিনব। তৈরি হয় মিম, পোস্টারও।

টেলিভিশনের আগে প্রথমে অনলাইনে শুরু হয়েছিল ট্রিভাগোর বিজ্ঞাপন। তখনই জনপ্রিয়তা পান অভিনব। তৈরি হয় মিম, পোস্টারও।

০৭ ১০
সোশ্যাল মিডিয়ায় যাঁকে নিয়ে এত কৌতূহল, তাঁকে কিন্তু ট্রোলড হতেও হয়েছিল। একবার তো বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে মুখের মিলের কথাও বলা হল। যদিও অভিনব তা হাসিমুখেই মেনে নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় যাঁকে নিয়ে এত কৌতূহল, তাঁকে কিন্তু ট্রোলড হতেও হয়েছিল। একবার তো বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে মুখের মিলের কথাও বলা হল। যদিও অভিনব তা হাসিমুখেই মেনে নিয়েছেন।

০৮ ১০
অভিনব বলেন, গুরুগ্রামের শপিং মলে একটা ছোট্ট বাচ্চা তাঁকে দাড়িগোঁফ ছাড়াই চিনতে পেরেছিল। চিনতে পেরেছিলেন দিল্লির এক ট্যাক্সিচালক। সেটাই বা কম কী।

অভিনব বলেন, গুরুগ্রামের শপিং মলে একটা ছোট্ট বাচ্চা তাঁকে দাড়িগোঁফ ছাড়াই চিনতে পেরেছিল। চিনতে পেরেছিলেন দিল্লির এক ট্যাক্সিচালক। সেটাই বা কম কী।

০৯ ১০
অভিনব জানেন, তাঁর বাবা-মা ও বন্ধুরা তাঁর সাফল্যে খুব খুশি। সাধারণ পরিবারের কাছে টিভি তারকা ব্যাপারটাই আলাদা।

অভিনব জানেন, তাঁর বাবা-মা ও বন্ধুরা তাঁর সাফল্যে খুব খুশি। সাধারণ পরিবারের কাছে টিভি তারকা ব্যাপারটাই আলাদা।

১০ ১০
অভিনবের নামে কাস্টমাইজড টি-শার্ট পর্যন্ত রয়েছে। সেগুলোও অনলাইন সার্চ করলেই পাওয়া যাচ্ছে।

অভিনবের নামে কাস্টমাইজড টি-শার্ট পর্যন্ত রয়েছে। সেগুলোও অনলাইন সার্চ করলেই পাওয়া যাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE