Advertisement
২৬ এপ্রিল ২০২৪
ক্ষতিপূরণ দিতে হবে অ্যাপলকেও

পেটেন্ট মামলায় স্যামসাঙের জরিমানা ১২ কোটি ডলার

পেটেন্ট নিয়ে স্যামসাঙের সঙ্গে আইনি লড়াইয়ে ‘জিতে’ও পুরোপুরি জয়ী হল না অ্যাপল। এক মাস ধরে শুনানি চলার পর, ভারতীয় সময় শুক্রবার গভীর রাতে ওই মামলার রায় ঘোষণা করেছে মার্কিন আদালত। সেখানে আই ফোনের দু’টি বৈশিষ্ট্য নকল করার অভিযোগে স্যামসাং-কে ১১.৯৬ কোটি ডলার জরিমানা অ্যাপলের কাছে জমা দিতে নির্দেশ দিয়েছে তারা।

সংবাদ সংস্থা
ক্যালিফোর্নিয়া শেষ আপডেট: ০৪ মে ২০১৪ ০০:০৬
Share: Save:

পেটেন্ট নিয়ে স্যামসাঙের সঙ্গে আইনি লড়াইয়ে ‘জিতে’ও পুরোপুরি জয়ী হল না অ্যাপল। এক মাস ধরে শুনানি চলার পর, ভারতীয় সময় শুক্রবার গভীর রাতে ওই মামলার রায় ঘোষণা করেছে মার্কিন আদালত। সেখানে আই ফোনের দু’টি বৈশিষ্ট্য নকল করার অভিযোগে স্যামসাং-কে ১১.৯৬ কোটি ডলার জরিমানা অ্যাপলের কাছে জমা দিতে নির্দেশ দিয়েছে তারা। উল্টো দিকে, স্যামসাঙের ফোনেরও একটি বৈশিষ্ট্য অ্যাপল নকল করেছে বলে উল্লেখ রয়েছে রায়ে। সে জন্য অ্যাপলকেও ক্ষতিপূরণ দিতে হবে ১.৫৮ লক্ষ ডলার।

গত তিন বছর ধরেই বিভিন্ন দেশে একাধিক বার মামলায় জড়িয়েছে বিশ্বের অগ্রণী এই দুই তথ্যপ্রযুক্তি সংস্থা। তাই এই রায়কে জয় হিসেবে দেখিয়ে অ্যাপলের দাবি, “এর থেকে প্রমাণ হয় স্যামসাং আমাদের বৈশিষ্ট্য চুরি করেছে।” তবে বিশেষজ্ঞরা একে অ্যাপলের জয় হিসেবে দেখতে নারাজ। তাঁদের মতে, প্রাথমিক ভাবে জরিমানার অঙ্ক দেখে মনে হতে পারে যে, এই রায় অ্যাপলের পক্ষে গিয়েছে। কিন্তু আসলে তা নয়। কারণ, পরিমাণে কম হলেও ক্ষতিপূরণ গুনতে হয়েছে তাদেরও। শুধু তা-ই নয়, আদালতে স্যামসাং-এর বেশ কয়েকটি স্মার্ট ফোন বিক্রি বন্ধের যে আবেদন অ্যাপল করেছিল, তা-ও আপাতত গ্রাহ্য হয়নি। অনেকের মতে আবার তেমন পাতে দেওয়ার মতো নয় জরিমানার অঙ্কও। কারণ, অ্যাপলের দাবি ছিল ২০০ কোটি ডলারেরও বেশি। সেখানে তারা পেয়েছে ১২ কোটি ডলারের মতো। যা এই আইনি লড়াইয়ে বিপুল টাকা ঢালার তুলনায় তেমন কিছুই নয়।

উল্লেখ্য, অ্যাপল-স্যামসাঙের পেটেন্ট নিয়ে তীব্র আইনি লড়াই নতুন নয়। ২০১২ সালেও মার্কিন আদালতে দক্ষিণ কোরীয় বহুজাতিক স্যামসাঙের বিরুদ্ধে বৈশিষ্ট্য নকলের অভিযোগ এনেছিল স্টিভ জোবসের হাতে গড়া সংস্থা অ্যাপল। চেয়েছিল, মার্কিন মুলুকে স্যামসাঙের পণ্য বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হোক। সে বার স্যামসাং-কে ৯৩ কোটি ডলার জরিমানা করলেও বিক্রি বন্ধের নির্দেশ দেয়নি আদালত। পেটেন্ট নিয়েই সম্প্রতি ফের মামলা করে অ্যাপল। গত মাসে যার শুনানি শুরু হয়।

সেখানে স্যামসাঙের দাবি ছিল, তারা নিজেদের স্মার্ট ফোনে গুগ্লের অ্যান্ড্রয়েড প্রযুক্তি ব্যবহার করে। যে সব পেটেন্ট চুরির কথা অ্যাপল বলছে, তা আসলে গুগ্লের তৈরি। বাস্তবে গুগ্লের কাছে বাজার হারানোর ভয় থেকেই অ্যাপল এই মামলা করেছে বলে দাবি করেছিল তারা। এমনকী এর প্রমাণ হিসেবে তুলে এনেছিল ২০১১-য় স্টিভ জোবসের একটি লেখাও। দেখিয়েছিল, জোবস জানতেন স্মার্ট ফোনের বাজারে কী ভাবে জায়গা হারাচ্ছে অ্যাপল। যে কারণে গুগ্লের বিরুদ্ধে অ্যাপলকে ‘পবিত্র যুদ্ধ’ (হোলি ওয়ার)-এ যাওয়ার ডাক দেন তিনি।

আর অ্যাপলের মত ছিল, আই ফোন আসার পর ২০১০ পর্যন্ত তাদের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারেনি স্যামসাং। আর সেই হতাশা থেকেই তারা অ্যাপলের বৈশিষ্ট্য নকল করে বিক্রি বাড়ানোর পরিকল্পনা করে। এক মাস ধরে দুই সংস্থার বক্তব্য শোনার পরই এ দিন বিষয়টি নিয়ে রায় দিল ক্যালিফোর্নিয়ার আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

samsung california
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE