Advertisement
২৬ এপ্রিল ২০২৪
মত সমীক্ষায়

সুরক্ষিত নয় বিটকয়েন ব্যবহারকারীর পরিচয়

ব্যবহারকারীর নাম জাহির না-করেও ইন্টারনেটে কাজে লাগানো যায় বিটকয়েন। আর তার সাহায্য নিয়ে কম খরচে কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন লেনদেন করা যায়। যা এত দিন এই ইন্টারনেটে ব্যবহারযোগ্য ডিজিটাল মুদ্রা বা কারেন্সির বিশেষ সুবিধা হিসেবেই মনে করা হত। এ বার তার উপরেই প্রশ্নচিহ্ন পড়ে গেল।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৪ ০১:৩৭
Share: Save:

ব্যবহারকারীর নাম জাহির না-করেও ইন্টারনেটে কাজে লাগানো যায় বিটকয়েন। আর তার সাহায্য নিয়ে কম খরচে কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন লেনদেন করা যায়। যা এত দিন এই ইন্টারনেটে ব্যবহারযোগ্য ডিজিটাল মুদ্রা বা কারেন্সির বিশেষ সুবিধা হিসেবেই মনে করা হত। এ বার তার উপরেই প্রশ্নচিহ্ন পড়ে গেল।

বিটকয়েনে লেনদেন ব্যবস্থা কোনও নির্দিষ্ট সংস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত নয়। পাশাপাশি, নেট-বন্ধুদের মধ্যে (পিয়ার টু পিয়ার) ব্যবহার করার সুবিধা থাকায় যে-কেউই লেনদেন করতে পারেন। এ জন্য একটি নেটওয়ার্কে নথিভুক্ত হতে হয় এবং সেখানে যত বার খুশি নাম বদলানো যায়। যার ফলে ঠিক কে এই লেনদেন করছেন, তা সহজে খুঁজে বার করা সম্ভব নয় বলেই এত দিন ধারণা ছিল। কিন্তু সম্প্রতি বিভিন্ন গবেষণা সংস্থার প্রকাশিত তথ্য অনুসারে, বিটকয়েনে লেনদেনে প্রতিবার আলাদা ছদ্মনাম ব্যবহার করলেও, হ্যাকিং-এর মাধ্যমে সহজেই তা খুঁজে বার করা সম্ভব। এমনকী এতে লগ্নিকারীর ‘আইপি অ্যাড্রেস’ (যা দিয়ে বোঝা যায় কোন কম্পিউটার ব্যবহৃত হচ্ছে) আদৌ সুরক্ষিত থাকে না। ফলে লেনদেন- কারীর তথ্য চুরির সম্ভাবনা থাকে।

তবে বিটকয়েনে লেনদেনের সুরক্ষা নিয়ে এই প্রথম প্রশ্ন উঠল, তা নয়। বরং নিয়ন্ত্রণ না-থাকায় এর সাহায্যে বেআইনি লেনদেন করা হচ্ছে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন মহলই। বিশেষজ্ঞদের মতে, গত কয়েক মাস ধরে বিভিন্ন দেশের সরকার এই ধরনের মুদ্রা লেনদেনের উপর কড়া নজরদারি শুরু করেছে। ভারতেও বিটকয়েনের মতো মুদ্রা ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। পাশাপাশি, বিশ্ব অর্থনীতি মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। যে-কারণে ইতিমধ্যেই পড়তে শুরু করেছে এই ধরনের ডিজিটাল মুদ্রাগুলির দর। সম্মিলিত ভাবে তাদের বাজার দরই পড়েছে ৫০০ কোটি ডলারেরও বেশি। যা এখন ঘোরাফেরা করছে ৬০০ কোটি ডলারের আশেপাশে। এই অবস্থায় লেনদেনকারীর সুরক্ষার চিন্তা বিটকয়েনের জন্য আর একটি ধাক্কা বলেই তাঁদের মত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

london bitcoin users' identity security
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE