Advertisement
০৯ মে ২০২৪
APP

নিরাপত্তায় নতুন রূপে অ্যাপ বিধাননগর পুলিশের

পুলিশ কমিশনার জানান, আগেও বিধাননগর পুলিশের একটি অ্যাপ ছিল।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ০৬:২১
Share: Save:

সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নতুন বছরের প্রথম দিনে নবরূপে মোবাইল অ্যাপ চালু করল বিধাননগর পুলিশ। এর পাশাপাশি, এলাকায় নজরদারির জন্য স্কুটি, স্কুটার, হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড এবং কুইক রেসপন্স টিম-এর গাড়ির সূচনা করা হয় শুক্রবার। অনুষ্ঠানে হাজির ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ-সহ পুলিশের অন্য শীর্ষ কর্তারা।

পুলিশ কমিশনার জানান, আগেও বিধাননগর পুলিশের একটি অ্যাপ ছিল। কিন্তু কিছু কারণে সেটিকে কার্যকর করা যায়নি। এ দিন পুরনো অ্যাপটিকে আরও উন্নত করে ফের চালু করা হল। অ্যাপটি ডাউনলোড করে যে কোনও সময়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ। কোনও রকম বিপদে পড়লে অ্যাপের মধ্যে থাকা একটি প্যানিক বোতামে ক্লিক করলে পুলিশের কাছে সেই ব্যক্তির অবস্থান অতি দ্রুত পৌঁছে যাবে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিপদগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করার কাজে সহযোগিতা করবে। বিধাননগর পুলিশের ফেসবুক পেজে এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে। পুলিশ সূত্রের খবর, এই সম্পর্কে একটি ভিডিয়ো পোস্ট করা হবে। সেটি দেখে মানুষ সহজেই অ্যাপটি কী ভাবে ব্যবহার করা যায়, তা জানতে পারবেন।

পুলিশ কমিশনার এ দিন জানান, বিধাননগরের বাসিন্দাদের, বিশেষত মহিলাদের সুরক্ষায় নজরদারি আরও জোরদার করা হচ্ছে। প্রতিদিন বিধাননগরে অসংখ্য মানুষ কর্মসূত্রে যাতায়াত করেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে এই অ্যাপ কাজে লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুলিশ কমিশনার আরও জানান, বিধাননগরের তিনটি জ়োনে নিরাপত্তার পরিকাঠামো বাড়ানো হচ্ছে। তারই অংশ হিসেবে স্কুটি, স্কুটার, হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিমের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

APP Bidhannagar Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE