Advertisement
১১ মে ২০২৪
KMC

পুজোর রাতে জঞ্জাল সাফ করবে পুরসভা

বৈঠকের পরে মেয়র পারিষদ (জঞ্জাল অপসারণ) দেবব্রত মজুমদার বলেন, ‘‘কোন কোন এলাকায় কত সাফাইকর্মী থাকবেন, ক’টা গাড়ি থাকবে, তা নিয়ে এ দিন বিস্তারিত আলোচনা হয়েছে। সারা শহরে প্রতিদিন প্রায় সাড়ে তিনশো কর্মী থাকবেন জঞ্জাল পরিষ্কারের জন্য।’’

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ০১:০৯
Share: Save:

শহরের গুরুত্বপূর্ণ পুজোমণ্ডপ সংলগ্ন এলাকা যাতে পরিষ্কার থাকে, সে কারণে এ বার রাতেও জঞ্জাল সাফাই করবে কলকাতা পুরসভা। রাতে দর্শনার্থীদের ভিড়ে যে হেতু বড় গাড়ি ঢোকানো সম্ভব নয়, তাই ছোট হাতগাড়ির মাধ্যমেই জঞ্জাল সংগ্রহ করা হবে। মঙ্গলবার পুরসভার এক বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকের পরে মেয়র পারিষদ (জঞ্জাল অপসারণ) দেবব্রত মজুমদার বলেন, ‘‘কোন কোন এলাকায় কত সাফাইকর্মী থাকবেন, ক’টা গাড়ি থাকবে, তা নিয়ে এ দিন বিস্তারিত আলোচনা হয়েছে। সারা শহরে প্রতিদিন প্রায় সাড়ে তিনশো কর্মী থাকবেন জঞ্জাল পরিষ্কারের জন্য।’’

সেই সঙ্গে বিসর্জনের সময়ে জাতীয় পরিবেশ আদালতের উল্লিখিত বিধি যাতে মেনে চলা হয়, সে ব্যাপারেও সতর্কতা থাকবে বলে দেবব্রতবাবু জানিয়েছেন। তাই ঘাটগুলি পরিষ্কারের উপরেও নজর রাখা হবে। তাঁর কথায়, ‘‘প্রতিমার কাঠামো জলে পড়া মাত্র তা তুলে নেওয়া হবে। পরে তা লরি করে ধাপায় ফেলে দেওয়া হবে। গঙ্গা দূষণ যাতে না হয়, সে ব্যাপারে আমরা বরাবরই সচেতন। এ বারও সব নিয়ম মেনে চলা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KMC Kolkata Puja Garbage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE