Advertisement
১১ মে ২০২৪
East-West Metro

ইস্ট-ওয়েস্ট কার্যালয় বন্ধ থাকবে সাত দিন

প্রিন্সেপ ঘাট সংলগ্ন মুন্সি প্রেমচাঁদ সরণিতে অবস্থিত কার্যালয়টি কাল সোমবার থেকে ২৬ জুলাই পর্যন্ত, সাত দিন বন্ধ রাখা হবে। তখনই ওই কার্যালয় জীবাণুমুক্ত করা হবে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ০২:১৮
Share: Save:

কর্মী এবং আধিকারিকদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় আগেই থামিয়ে দিতে হয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ নির্মাণ। এ বার সংক্রমণের আশঙ্কায় সাময়িক ভাবে বন্ধ করতে হচ্ছে ওই মেট্রোর নির্মাণ সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের অফিস।

প্রিন্সেপ ঘাট সংলগ্ন মুন্সি প্রেমচাঁদ সরণিতে অবস্থিত কার্যালয়টি কাল সোমবার থেকে ২৬ জুলাই পর্যন্ত, সাত দিন বন্ধ রাখা হবে। তখনই ওই কার্যালয় জীবাণুমুক্ত করা হবে। আধিকারিক-সহ সম্ভাব্য সংক্রমিতের তালিকায় থাকা সকলের করোনা পরীক্ষাও করা হবে। ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রের খবর, সুড়ঙ্গ নির্মাণের কাজে যুক্ত কর্মী এবং আধিকারিকদের মধ্যে সংক্রমণ ছড়াতে থাকায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এ পর্যন্ত প্রায় ৪০ জন সংক্রমিত হয়েছেন। সূত্রের খবর, সংক্রমিতদের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রযুক্তিগত পরামর্শদাতা সংস্থার একাধিক আধিকারিকও রয়েছেন। সংক্রমিতদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ (কন্ট্যাক্ট ট্রেসিং) করতে গিয়ে আশঙ্কা করা হয়েছে, কে এম আর সি এলের একাধিক আধিকারিক এবং কর্মী সেই তালিকায় থাকতে পারেন। এর পরেই প্রিন্সেপ ঘাট সংলগ্ন অফিস বন্ধ করার সিদ্ধান্ত হয়।

আধিকারিক এবং কর্মীদের মধ্যে যাঁদের সংক্রমণ গুরুতর, তাঁদের রাজারহাটের কোয়রান্টিন কেন্দ্রে পাঠানো হচ্ছে। অন্যদের হোম কোয়রান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কর্তাদের দাবি, বেশির ভাগ কর্মী ও আধিকারিকের মধ্যে উপসর্গ নেই অথবা মৃদু উপসর্গ রয়েছে।

অন্য দিকে, থমকে থাকা সুড়ঙ্গ নির্মাণের কাজ শুরু করতে সংক্রমণমুক্ত কর্মীদের বাছাই করার কাজ শুরু করেছেন মেট্রো কর্তৃপক্ষ। আইসোলেশনের নির্দিষ্ট সময় যাঁদের পেরিয়ে গিয়েছে, তাঁদের মধ্যে থেকেই পরীক্ষা করে কর্মী বাছাই করা হচ্ছে। শিয়ালদহ থেকে এখন প্রায় ৬০০ মিটার দূরে আছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পূর্বমুখী সুড়ঙ্গ। বৌবাজারের বিপর্যয় সামলে এগিয়ে যাওয়া কাজ এ বার দ্রুত শেষ করতে চান কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East-West Metro Covid-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE