Advertisement
০৩ মে ২০২৪

অপহরণের অভিযোগে গ্রেফতার ২

গত ২৯ জুন সকালে পার্ক সার্কাস থেকে ১০-১২ জন দুষ্কৃতী বেনিয়াপুকুরের বাসিন্দা শেখ সরফরাজ নামে এক যুবককে অপহরণ করে। ৫ জুলাই সরফরাজ বেনিয়াপুকুর থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় যুবকেরা সল্টলেকের সেক্টর ফাইভের একটি গোপন আস্তানায় নিয়ে গিয়ে তাঁকে মারধর করে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ০২:১২
Share: Save:

এক যুবককে অপহরণ করে তার কাছ থেকে মুক্তিপণ বাবদ মোটরবাইক, দামি ঘড়ি-সহ প্রায় সাত লক্ষ টাকা লোপাটের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ আক্রম এবং মহম্মদ রফিক সোহরাব। তাদের বাড়ি শিয়ালদহে।

পুলিশ সূত্রের খবর, গত ২৯ জুন সকালে পার্ক সার্কাস থেকে ১০-১২ জন দুষ্কৃতী বেনিয়াপুকুরের বাসিন্দা শেখ সরফরাজ নামে এক যুবককে অপহরণ করে। ৫ জুলাই সরফরাজ বেনিয়াপুকুর থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় যুবকেরা সল্টলেকের সেক্টর ফাইভের একটি গোপন আস্তানায় নিয়ে গিয়ে তাঁকে মারধর করে। মুক্তিপণ বাবদ প্রায় নগদ সাত লক্ষ টাকা আদায় করে। কেবল তাই নয় অভিযোগকারীর গলার সোনার চেন, ঘড়ি, দামি মোবাইল এবং একটি মোটরবাইক চুরি করে। এর পরে ওই যুবক অপহরণকারীদের হাত থেকে ছাড়া পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তকারীরা জানান, মোটা টাকার লেনদেনজনিত কারণে ওই যুবকের সঙ্গে অভিযুক্তদের পুরনো শত্রুতা ছিল। গত শুক্রবার প্রথমে মহম্মদ আক্রমকে গ্রেফতার করে পুলিশ। আক্রমকে জিজ্ঞাসাবাদ করে শনিবার রাতে শিয়ালদহের বাড়ি থেকে সোহরাবকে ধরা হয়। লালবাজারের এক কর্তা বলেন, ‘‘বাকি অভিযুক্তদের খেঁজে তল্লাশি চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kidnap Arrest Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE