Advertisement
১১ মে ২০২৪

দুটি পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু কলকাতায়

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে ১০ ঘণ্টার ব্যবধানে কলকাতা দু’টি দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে দু’জনের। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ প্রিন্স আনোয়ার সাহ রোডের লর্ডসের মোড়ের কাছে বাইকের সঙ্গে একটি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ১৪:০৫
Share: Save:

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে ১০ ঘণ্টার ব্যবধানে কলকাতা দু’টি দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে দু’জনের।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ প্রিন্স আনোয়ার সাহ রোডের লর্ডসের মোড়ের কাছে বাইকের সঙ্গে একটি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকে তিন জন ছিল। ঘটনাস্থলেই মারা যান বাইক চালক সৌরভ সেন (১৯)। বাকি দু’জনের চিকিৎসা চলছে। ট্যাক্সি চালককে গ্রেফতার করেছে পুলিশ।

অন্য ঘটনায়, পঞ্চসায়র থানা এলাকার শ্রীনগর মেন রোডে ১বি বাস স্ট্যান্ডের কাছে শুক্রবার সকাল আটটা নাগাদ এক বৃদ্ধাকে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। বাসন্তী রাহা (৭২) নামে ওই বৃদ্ধা তখন রাস্তা পার হচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা বাসের ধাক্কায় রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি। এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাসটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক।

বেপরোয়াভাবে গাড়ি চালানোকেই দুর্ঘটনার কারণ বলে মনে করছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE