Advertisement
২৬ এপ্রিল ২০২৪
district news

প্রকাশ্যে চলছে গাছ কাটা, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মদত দিচ্ছে পঞ্চায়েত

স্থানীয়দের বক্তব্য, প্রকাশ্যে মূল্যবান বড় বড় গাছ কেটে বিক্রি করে দিচ্ছে খোদ জয়নগর ১ নম্বর ব্লকের শ্রীপুর গ্রাম পঞ্চায়েত।

স্থানীয়দের বক্তব্য, প্রকাশ্যে মূল্যবান বড় বড় গাছ কেটে বিক্রি করে দিচ্ছে খোদ জয়নগর ১ নম্বর ব্লকের শ্রীপুর গ্রাম পঞ্চায়েত। নিজস্ব চিত্র

স্থানীয়দের বক্তব্য, প্রকাশ্যে মূল্যবান বড় বড় গাছ কেটে বিক্রি করে দিচ্ছে খোদ জয়নগর ১ নম্বর ব্লকের শ্রীপুর গ্রাম পঞ্চায়েত। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জয়নগর শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ২০:০৯
Share: Save:

সবুজায়নের লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় যখন রাজ্য সরকারের উদ্যোগে বৃক্ষরোপনের কাজ চলছে তখনই পঞ্চায়েতের বিরুদ্ধে উঠল গাছ কাটার অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, প্রকাশ্যে মূল্যবান বড় বড় গাছ কেটে বিক্রি করে দিচ্ছে খোদ জয়নগর ১ নম্বর ব্লকের শ্রীপুর গ্রাম পঞ্চায়েত। স্থানীয় নেতাজি পার্কের গাছ কেটে ফেলা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আমপান ঘূর্ণিঝড়ে দক্ষিন ২৪ পরগনা জুড়ে প্রচুর বড় গাছ নষ্ট হয়ে গিয়েছিল। এলাকায় ভেঙে পড়া বড় গাছগুলি কেটে সরিয়ে ফেলার কাজ শুরু করে স্থানীয় পঞ্চায়েত। শ্রীপুর পঞ্চায়েতের পক্ষ থেকে স্থানীয় নেতাজি পার্কে ঝড়ে ভেঙে পড়া গাছ কাটার কাজ শুরু হয়। কিন্তু ভেঙে পড়া গাছ কাটা শেষ হয়ে গেলেও প্রচুর ভাল গাছ কেটে ফেলতে শুরু করেন পঞ্চায়েত কর্মীরা। কিন্তু তার পরিবর্তে এলাকায় একটিও গাছ বসানো হয়নি। সরকারি নিয়ম অনুযায়ী কাছ কাটলে তার চেয়ে অনেক বেশি গাছ লাগাতে হয় এলাকায়৷ কিন্তু সেই নিয়ম মানা হয়নি। তবে বিষয়টি নিয়ে শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুকসানা বিবিকে প্রশ্ন করা হলে তাঁর সাফ উত্তর, ‘‘আমরা টেন্ডার করে এই গাছগুলো কাটছি। এর বেশি কিছু বলব না।’’

স্থানীয় বাসিন্দারা ইতমধ্যেই গাছ কাটার প্রতিবাদ শুরু করেছেন। এ নিয়ে পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে তাঁদের বচসাও বাঁধে। এর পর বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ। এলাকার এক বাসিন্দার কথায়, ‘‘নেতাজি পার্কে সোনাঝুরি, ইউক্যালিপটাস-সহ বহু মূল্যবান গাছ রয়েছে।বন আইনকে অমান্য করে প্রায় ৩০টি ভাল গাছ কেটে বিক্রি করেছে পঞ্চায়েত। এর বিরুদ্ধে প্রতিবাদ করে বিভিন্ন দফতরে জানিয়েও কোনও কাজ হয়নি।’’

আরও পড়ুন: নিম্ন আয়ের দেশগুলির একমাত্র ভরসা অক্সফোর্ডের টিকা, তাকিয়ে সারা বিশ্ব

এই অভিযোগ নিয় জয়নগর ১ নম্বরের বিডিও সত্যজিৎ বিশ্বাস বলেন, ‘‘বন দফতরের অনুমতি ছাড়া গাছ কাটা যায় না। তবে ওই এলাকায় কী ঘটেছে তা আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।’’

আরও পড়ুন: চালকের নামে বেআইনি জমি! সস্ত্রীক গ্রেফতার হতে পারেন বিজেপি সহ-সভাপতি বৈজয়ন্ত পণ্ডা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

district news environment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE