Advertisement
০৫ মে ২০২৪

লরির ধাক্কায় মৃত্যু ছাত্রের

পুলিশ জানিয়েছে, মৃত জাহির মণ্ডল (১৩) থাকত মির্জাপুর গ্রামের জামতলায়। স্থানীয় স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। একই গ্রামের বাসিন্দা নবম শ্রেণির ছাত্র শহিদ মল্লিক এবং হাবিবুল্লা মল্লিক দুই ভাইয়ের চিকিৎসা চলছে আরজিকরে।

বিক্ষোভ: তখনও ওঠেনি অবরোধ। নিজস্ব চিত্র

বিক্ষোভ: তখনও ওঠেনি অবরোধ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৭ ০৪:১৪
Share: Save:

বিশ্ব নবী দিবস উপলক্ষে প্যান্ডেলের সরঞ্জাম আনতে ডেকরেটরের কাছে যাওয়ার সময়ে লরির ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে মৃত্যু হল এক ছাত্রের। আহত আরও দুই ছাত্রকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মাটিয়া থানার বেড়াচাঁপা-বাদুড়িয়া রাস্তায়। ঘটনার পরে ক্ষুব্ধ জনতা ঘণ্টাখানেক রাস্তা আটকে বিক্ষোভে সোচ্চার হয়।

পুলিশ জানিয়েছে, মৃত জাহির মণ্ডল (১৩) থাকত মির্জাপুর গ্রামের জামতলায়। স্থানীয় স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। একই গ্রামের বাসিন্দা নবম শ্রেণির ছাত্র শহিদ মল্লিক এবং হাবিবুল্লা মল্লিক দুই ভাইয়ের চিকিৎসা চলছে আরজিকরে।

দুর্ঘটনার পরে ক্ষুব্ধ জনতা রাস্তার পাশে লরি দাঁড়িয়ে থাকার প্রতিবাদ করে। লরি চালককে গ্রেফতার করা এবং মৃতের পরিবারকে ক্ষতিপূরণের দেওয়ার দাবিতে দেহ রেখে অবরোধ শুরু হয়। গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। শেষে পুলিশ গিয়ে বুঝিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে বেড়াচাঁপা এবং বাদুড়িয়া রাস্তায় পাশে সারি সারি লরি দাঁড়িয়ে থাকে। অন্য গাড়ি যাওয়ার জায়গা কমে যায়। পথ চলা বিপজ্জনক হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু বার প্রশাসনকে জানিয়েও লরি সরানোর উদ্যোগ করা হয়নি।

এ দিন বেলা ১টা নাগাদ মির্জাপুর গ্রামের কয়েকজন পড়ুয়া একটি ভ্যান নিয়ে ডেকরেটরের কাছে যাচ্ছিল। তাদেরই একজন ভ্যান চালাচ্ছিল। নগরকচুয়া মোড়ের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির জন্য উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরির চালক ঠিক মতো দেখতে পায়নি। লরিটি ভ্যানে ধাক্কা মারে। আরোহীরা ছিটকে পড়ে। লরি চালক ওই অবস্থায় চলে যাওয়ার চেষ্টা করলে চাকায় পিষ্ট হয়ে জাহির ঘটনাস্থলেই মারা যায়। লরিটি আটক করা হয়েছে। চালকের খোঁজ চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Basirhat Accident বসিরহাট
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE