Advertisement
০৪ মে ২০২৪

গোল মেটাতে অধীরকে পাশে চাইছেন বিক্ষুব্ধরা

প্রার্থী বদলের দাবিতে গোঁ ধরে বসেছিলেন যাঁরা, সমাধান সূত্রও দেখালেন তাঁরাই ! বসিরহাট দক্ষিণে কংগ্রেস টিকিট দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস (গ্রামীণ) সভাপতি অমিত মজুমদারকে।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৬ ০০:২৬
Share: Save:

প্রার্থী বদলের দাবিতে গোঁ ধরে বসেছিলেন যাঁরা, সমাধান সূত্রও দেখালেন তাঁরাই !

বসিরহাট দক্ষিণে কংগ্রেস টিকিট দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস (গ্রামীণ) সভাপতি অমিত মজুমদারকে। তাঁর দাদা অসিত ছিলেন এই পদের দাবিদার। তিনি সরাসরি সামনে না এলেও অসিতবাবুর পক্ষ নিয়ে প্রার্থী বদলের দাবিতে সোচ্চার হন তাঁর অনুগামীরা। বৃহস্পতিবার তাঁরাই সাংবাদিক সম্মেলন ডাকেন দলীয় কার্যালয়ে। সেখানে হাজির ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি মজিদ সর্দার, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বাবলি বসু, জগদীশ লস্কর-সহ ‘অসিত অনুগামী’ বলে পরিচিত দলের অংশটি।

সেখানেই মজিদ বলেন, ‘‘দল বাঁচাতে হবে, প্রার্থীকে জয়ী করতে হবে। কিন্তু তাই বলে কাউকে অপমান করে নয়। কেবল অসিতবাবুই নয়, আমাদেরও উপযুক্ত সন্মান দেননি প্রদেশ সভাপতি (অধীর চৌধুরী)। কথা দিয়ে অসিতবাবুকে প্রার্থী করা হয়নি।’’ মজিদদের দাবি, অধীরবাবুকে বসিরহাটে এসে অসিতবাবুকে দলের জেলা সভাপতি (গ্রামীণ) পদ ফিরিয়ে দিতে হবে। অসিত-অমিত দুই ভাইয়ের মধ্যে জমে থাকা ক্ষোভ মিটিয়ে দিতে হবে। তা হলেই কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে নামবেন তাঁরা। না হলে ‘বসে যাওয়া’ ছাড়া কোনও পথ নেই।

এর আগে প্রার্থী বদলের দাবিতে দলের এই অংশটি বসিরহাটে এবং কলকাতায় বিক্ষোভ, মিছিল, প্রদেশ কংগ্রেসের দফতর ঘেরাওয়ের মতো নানা কর্মসূচি নিয়েছে। অমিতবাবুর জায়গায় অসিতবাবুকে প্রার্থী করতে হবে বলে বিস্তর শোরগোল তুলেছে। এ দিন অবশ্য অধীরবাবুর উপস্থিতিতে ক্ষোভ প্রশমনের সমাধান সূত্রও জানিয়ে দিল বিক্ষুব্ধরা। দলের এক জেলা নেতার কথায়, ‘‘প্রার্থী বদলের সম্ভাবনা ক্ষীণ, তা বুঝেই সম্ভবত প্রদেশ নেতৃত্বের হস্তক্ষেপে বরফ গলুক, চাইছে বিক্ষুব্ধরা।’’ তাঁর মতে, প্রচারে দলের ওই অংশটি বসে গেলে ক্ষতি হবে ঠিকই, কিন্তু ভোট থেকে নিজেদের দূরে সরিয়ে রাখলে ওরা যে রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, তা-ও বিলক্ষণ বুঝতে পারছেন বিক্ষুব্ধরা। সে জন্যই সমাধান সূত্র নিজেরাই দেখাচ্ছেন। বিক্ষুব্ধ এক নেতার কথায়, ‘‘অধীরবাবু এসে দুই ভাইকে এক করে দিয়ে যান। তা হলে প্রচারে নামতে আমাদের কোনও অস্বস্তি থাকবে না।’’

এ নিয়ে অমিতবাবু, অসিতবাবুরা কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Adhir Chowdhury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE