Advertisement
২৬ এপ্রিল ২০২৪
TMC Burdwan. Panchayat

বরাদ্দে অনিয়ম পঞ্চায়েতে, অভিযোগ দলেরই একাংশের

কেজা ও বিজরা গ্রামের কিছু লোকজন তৃণমূলের পতাকা হাতে এসে বুধবার বিকেলে পঞ্চায়েতে দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভও দেখান। অভিযোগ উড়িয়ে পঞ্চায়েত প্রধান সাধনা হাজরার দাবি, ‘গোষ্ঠীদ্বন্দ্বের’ জেরে এই বিক্ষোভ দেখানো হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
মেমারি শেষ আপডেট: ২১ অগস্ট ২০২০ ০০:২৮
Share: Save:

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে উন্নয়নের টাকা বরাদ্দে অনিয়মের অভিযোগ তুললেন দলেরই দুই পঞ্চায়েত সদস্য। মেমারি ১ ব্লকের আমাদপুর পঞ্চায়েতের ওই দুই সদস্য পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। পঞ্চায়েতের কেজা ও বিজরা গ্রামের কিছু লোকজন তৃণমূলের পতাকা হাতে এসে বুধবার বিকেলে পঞ্চায়েতে দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভও দেখান। অভিযোগ উড়িয়ে পঞ্চায়েত প্রধান সাধনা হাজরার দাবি, ‘গোষ্ঠীদ্বন্দ্বের’ জেরে এই বিক্ষোভ দেখানো হয়েছে।

ওই দুই গ্রামের বাসিন্দাদের একাংশের অভিযোগ, চলতি অর্থবর্ষে উন্নয়ন খাতে যে বরাদ্দ পঞ্চায়েত পেয়েছে, তা নিয়ে ‘অনিয়ম’ করা হচ্ছে। প্রতিটি সংসদে সমান ভাবে টাকা বরাদ্দ করা হচ্ছে না। তাঁদের এলাকাগুলি বঞ্চিত হচ্ছে। কাঁকডাঙা থেকে শিয়ালডাঙা এবং কেজা মনসাতলা থেকে উপ-স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত রাস্তায় ১৯৯৮ সালে শেষ মোরাম পড়েছিল। বেহাল রাস্তা দিয়েই যাতায়াত করতে হচ্ছে। নিজেদের তৃণমূল কর্মী পরিচয় দিয়ে আশিস পাল, তাপসী নায়েক, নসিব মণ্ডলেরা অভিযোগ করেন, ‘‘আমাদপুরে দলের দফতরে বসে উন্নয়নের জন্য বরাদ্দ ৮০ লক্ষ টাকা কয়েকটি সংসদের মধ্যে ভাগ করা হয়েছে। প্রত্যন্ত জায়গাতেও ঢালাই রাস্তা রয়েছে। আমাদের কাদা রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে!’’

পঞ্চায়েতের ১৩ নম্বর সংসদের সদস্য বাহামনি সরেন ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন, উন্নয়নের টাকা থেকে তাঁর সংসদ বঞ্চিত হচ্ছে। এলাকার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। পঞ্চায়েতের ৭ নম্বর সংসদের সদস্য অনিন্দিতা পাত্রের অভিযোগ, ‘‘সংসদের কোনও উন্নয়ন করছেন না প্রধান। বুঝছেন না, আমাকে বঞ্চিত করার অর্থ, গ্রামের উন্নয়ন আটকে যাওয়া।’’

বঞ্চনা বা অনিয়মের অভিযোগ উড়িয়ে প্রধানের অবশ্য দাবি, ‘‘২০১৩ সাল থেকে ওই গ্রাম পিছু উন্নয়নের কাজে দেড় কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। জলের ব্যবস্থা, রাস্তা, নর্দমা, আইসিডিএস কেন্দ্র সংস্কার করা হচ্ছে। আসলে দলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য বিক্ষোভ দেখানো হয়েছে।’’ উপপ্রধান রূপা পাত্র অবশ্য জানান, বারাকপুর গ্রামে একটি রাস্তা সংস্কারের জন্য অন্য নানা সংসদের বরাদ্দ কমানো হচ্ছে। তিনিও বিক্ষোভের পিছনে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছেন তিনি।

ব্লক তৃণমূল সভাপতি মধুসূদন ভট্টাচার্যের বক্তব্য, ‘‘কারও ইচ্ছে হয়েছে, বিক্ষোভ দেখিয়েছে। নিজেদের মধ্যের ব্যাপার, মিটিয়ে নিতে অসুবিধা হবে না।’’ বিডিও (‌মেমারি ১) বিপুলকুমার মণ্ডল বলেন, ‘‘আলোচনা করে বিষয়টি মেটানো হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Panchayat Corruption
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE