Advertisement
২৭ এপ্রিল ২০২৪

চলন্ত বাসে উঠে তাণ্ডব, মারধরও

চলন্ত বাসে উঠে তাণ্ডব চালাল একদল যুবক। মঙ্গলবার দুপুরে জিটি রোডের উপর নীলপুর মোড়ে ঘটনাটি ঘটে। মারধর করা হয় বাসের কন্ডাক্টর ও যাত্রীদের। একাধিক জানলার কাচও ভেঙে দেওয়া হয়। পরে বর্ধমান থানার পুলিশ খবর পেয়ে এলাকায় যায়। তবে ধরা পড়েনি কেউই। 

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৮ ০৩:২৫
Share: Save:

চলন্ত বাসে উঠে তাণ্ডব চালাল একদল যুবক। মঙ্গলবার দুপুরে জিটি রোডের উপর নীলপুর মোড়ে ঘটনাটি ঘটে। মারধর করা হয় বাসের কন্ডাক্টর ও যাত্রীদের। একাধিক জানলার কাচও ভেঙে দেওয়া হয়। পরে বর্ধমান থানার পুলিশ খবর পেয়ে এলাকায় যায়। তবে ধরা পড়েনি কেউই।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টা নাগাদ বর্ধমান-ময়নাপুর রুটের একটি বাস আলিশা থেকে বীরহাটার দিকে যাচ্ছিল। নীলপুর মোড় ছেড়ে বেরোতেই দুটি মোটরবাইক বাসটির পথ আটকায় বলে অভিযোগ। সঙ্গে সাইকেলে আসেন আরও কিছু যুবক। কিছু বোঝার আগেই জনা আটেক যুবক বাসে উঠে চালক ও কন্ডাক্টরকে মারধর করতে শুরু করে বলে অভিযোগ। তাঁদের বাঁচাতে এসে আহত হন বেবি বেগম নামে এক মহিলা যাত্রীও। ততক্ষণে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন অন্য যাত্রীরা। চম্পট দেয় হামলাকারীরা।

কন্ডাক্টর দুর্গাপ্রসন্ন দত্তের দাবি, তাঁকে ও এই মহিলা যাত্রীকে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করা হয়। দেহের একাধিক জায়গা কেটে গিয়েছে তাঁদের। বাসের কয়েকটি কাচও ভেঙে দেওয়া হয়। বাসচালক প্রবীর ঘোষের দাবি, ওই যুবকেরা বাসে উঠেই বলতে থাকে কয়েকদিন আগে তাঁদের এক বন্ধুকে এই বাসের মধ্যে মারধর করা হয়েছে। তারই বদলা নিতে এসেছে তাঁরা। কিন্তু ওই বাসে তেমন ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তিনি।

বর্ধমান থানা সূত্রে জানা গিয়েছে, কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক বাসে হামলা চালিয়েছে। এই বিষয়ে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Attack on Bus Burdwan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE