Advertisement
০৯ মে ২০২৪
Burdwan

বর্ধমানে দুয়ারে সরকার ক্যাম্পে প্রিন্সিপাল সেক্রেটারি

মানুষের আগ্রহ এবং ক্যাম্পের কাজককর্ম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে সামাজিক দূরত্ব সঠিক ভাবে না মানার বিষয়ে জেলা প্রশাসনকে প্রশ্নও করেন।

প্রিন্সিপাল সেক্রেটারি। নিজস্ব চিত্র।

প্রিন্সিপাল সেক্রেটারি। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ২৩:৫৫
Share: Save:

দুয়ারে সরকারের চতুর্থ দিনের ক্যাম্প সরজমিনে দেখতে বর্ধমান ঘুরে গেলেন ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বরুণকুমার রায়। বর্ধমানের একাধিক ক্যাম্পে যান তিনি। মানুষের আগ্রহ এবং ক্যাম্পের কাজককর্ম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে সামাজিক দূরত্ব সঠিক ভাবে না মানার বিষয়ে জেলা প্রশাসনকে প্রশ্নও করেন।

শুক্রবার বরুণ কলকাতা থেকে প্রথমে পূর্ব বর্ধমানের ভাতারে পৌঁছন। সেখানে প্রথমে নাসিগ্রামের স্টেডিয়াম পরিদর্শন করেন। স্টেডিয়ামের কাজ কী ভাবে এগোবে তা নিয়ে দায়িত্বে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।

স্টেডিয়ামের কাজ দেখার পর তিনি ভাতার বড়বেলুন মোহিনীমোহন উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকারের ক্যাম্পে পৌঁছন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, ভাতারের বিডিও তপন সরকার-সহ প্রশাসনিক আধিকারিকরা।

ভাতার থেকে বর্ধমানে পৌঁছে সার্কিট হাউসে জেলাশাসক এনাউর রহমান ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে বর্ধমান টাউন হলের দুয়ারে সরকার ক্যাম্পেও যান। রেশন কার্ড নিয়ে মানুষের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এই সব জানার জন্যই তো ক্যাম্প পরিদর্শন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Burdwan Duare Sarkar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE