Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Durga Puja 2020

যাত্রিবাহী গাড়িতে নিয়ন্ত্রণ নেই পুজোয়

তবে এ বার বর্ধমান শহরে যাত্রিবাহী গাড়ি চলাচলে পুজোর সময় কোনও নিষেধাজ্ঞা থাকছে না।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২০ ০৩:৩১
Share: Save:

সোমবার থেকে কলকাতাগামী পণ্যবাহী গাড়ি নিয়ন্ত্রণ শুরু করবে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। প্রতি বছর পুজোর সময়ে পণ্যবাহী তো বটেই যাত্রিবাহী গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা থাকে বর্ধমান শহরে। তবে এ বছর করোনা-পরিস্থিতিতে শহরের ভিতর যাত্রিবাহী গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ থাকবে না বলেই জেলা পুলিশ আপাতত ঠিক করেছে। শনিবার জেলা পুলিশের এক কর্তা বলেন, “দুর্গাপুজো, বিসর্জন ও লক্ষ্মীপুজোর ক’দিন কলকাতায় ‘নো-এন্ট্রি’ থাকে। সেই মতো জেলাগুলিতেও যান নিয়ন্ত্রণ করতে হয়। আমরাও কী ভাবে যান নিয়ন্ত্রণ করব, প্রচার করছি। তবে এ বার বর্ধমান শহরে যাত্রিবাহী গাড়ি চলাচলে পুজোর সময় কোনও নিষেধাজ্ঞা থাকছে না।’’

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার থেকেই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যান নিয়ন্ত্রণ শুরু হয়ে যাবে। সোমবার বেলা ২টো থেকে রাত ১২টা পর্যন্ত, মঙ্গলবার ও বুধবার দুপুর ৩টে থেকে রাত ২টো পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর দিন বেলা ৩টে থেকে বারো ঘণ্টারও বেশি যান চলাচলের উপরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে নিষেধাজ্ঞা থাকছে। এ ছাড়া, অষ্টমীর দিন অনেক জায়গায় কুমারী পুজো হয়। ফলে, সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত ওই রাস্তায় যান চলাচল করতে দেবে না পুলিশ। বিসর্জনের জন্য দশমী, একাদশী ও দ্বাদশীতে বেলা ৩টে থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

পুজোর ক’দিন দুপুর থেকে বর্ধমান শহরের ১৫টি জায়গায় পুলিশের পাহারা থাকে। কোনও গাড়ি ঢুকতে পারে না। তবে করোনা-আবহে বহিরাগত দর্শনার্থী তুলনামূলক কম আসবেন বলে মনে করছে পুলিশ। সে কারণে পণ্যবাহী গাড়িতে নিয়ন্ত্রণ থাকলেও যাত্রিবাহী গাড়ি শহরের ভিতর ঢুকতে পারবে। তবে এক জায়গায় দীর্ঘ ক্ষণ দাঁড়ানো যাবে না। পুরো ব্যবস্থা সুষ্ঠু ভাবে সামাল দিতে প্রচুর কর্মী মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন জেলা পুলিশের কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durga Puja 2020 Transportation Bardhaman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE