Advertisement
১১ মে ২০২৪

টানা বৃষ্টিতে সমস্যায় মৃৎশিল্পী, উদ্যোক্তারা

কাটোয়ার কুমোরপাড়ায় গিয়ে দেখা গেল, ছোট প্রতিমাগুলি কোনও রকমে চালার নীচে রেখে কাজ করা হচ্ছে। কিন্তু বড় প্রতিমাগুলি নিয়ে সমস্যায় পড়েছেন শিল্পীরা।

বৃহস্পতিবার দিনভর এমনই ছবি কাটোয়ার কুমোরপাড়ায়। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার দিনভর এমনই ছবি কাটোয়ার কুমোরপাড়ায়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া ও বর্ধমান শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ ০১:১৯
Share: Save:

টানা বৃষ্টিতে মাথায় হাত পড়েছে পূর্ব বর্ধমান জেলার মৃৎশিল্পীদের। তাঁরা জানান, আজ, শুক্রবার সকাল থেকে বৃষ্টিতে রাশ না পড়লে কালীপুজোর আগে বিপত্তি বাড়বে।

কাটোয়ার কুমোরপাড়ায় গিয়ে দেখা গেল, ছোট প্রতিমাগুলি কোনও রকমে চালার নীচে রেখে কাজ করা হচ্ছে। কিন্তু বড় প্রতিমাগুলি নিয়ে সমস্যায় পড়েছেন শিল্পীরা। তাঁরা জানান, ত্রিপল টাঙিয়ে কোনও রকমে চলছে কাজ। এখানে ছোট-বড় মিলিয়ে প্রায় চারশোটি প্রতিমা রয়েছে। বুধবার বৃষ্টি তেমন না হলেও বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। এই পরিস্থিতিতে মৃৎশিল্পী সূর্যকান্ত পাল, সুদীপ পালেরা জানান, এই সময়ে নাওয়াখাওয়ার সময় থাকে না। কিন্তু বৃষ্টির জেরে হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে। শিল্পীদের বক্তব্য, ‘‘রোদ না ওঠায় প্রতিমার মাটি কাঁচা থাকছে। ফলে, রং দেওয়া যাচ্ছে না। রঙের পরেও প্রতিমার সাজের কাজ থাকে। আমাদের চিন্তা, সময়ে কী ভাবে প্রতিমার ‘ডেলিভারি’ দেব।’’

একই রকম সমস্যা বর্ধমান সদরেও। বর্ধমানের মৃৎশিল্পী নিখিল পাল জানান, শেষ মুহূর্তের কিছু কাজ বাকি রয়েছে। কিন্তু বৃষ্টি সব মাটি করে দিল। শরবিন্দু সূত্রধর নামে অন্য এক শিল্পী বলেন, ‘‘বৃষ্টি না থামলে বিপত্তি বাড়বে। কারণ, বৃষ্টিতে প্রতিমা মণ্ডপে পাঠানোই সমস্যার হয়ে দাঁড়াবে।’’

পাশাপাশি, সমস্যায় পড়েছেন পুজোর উদ্যোক্তারাও। তাঁরা জানান, মণ্ডপের কাজ-সহ পুজোর নানা জোগাড় করাটাও সমস্যার হয়ে দাঁড়াচ্ছে। একটি পুজোর উদ্যোক্তা তনয় সরকার বলেন, ‘‘বৃষ্টির জন্য মণ্ডপের বাইরের কাজ কার্যত বন্ধ। ভিতরে শুধু অল্পবিস্তর কাজ চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Purba Bardhaman Potter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE