Advertisement
২৭ এপ্রিল ২০২৪
দাঁড়িয়ে থেকে

রাস্তা মেরামত মন্ত্রী বাবুলের

শনিবার চাঁদা গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সামনে নজরুল প্রয়াণ দিবস উপলক্ষে ‘চাঁদা নজরুল মূর্তি সংরক্ষণ সমিতি’ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে যাওয়ার পথে চাঁদা মোড়ে নজরুল মূর্তিতে মালা পরানোর জন্য গাড়ি থেকে নামেন বাবুল। আর তখনই তাঁর নজরে পড়ে, রাস্তার পিচের আস্তরণ কাদায় ঢেকেছে।

তদারকি: চাঁদা মোড়ে রাস্তার কাজ দেখছেন বাবুল। নিজস্ব চিত্র

তদারকি: চাঁদা মোড়ে রাস্তার কাজ দেখছেন বাবুল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জামুড়িয়া শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ০২:২৬
Share: Save:

গর্তে ভরা রাস্তা সামান্য সংস্কার করেছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা। এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ে জামুড়িয়ার চাঁদা মোড়ের কাছে রাস্তার সেই হাল দেখার পরে প্রায় ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকে মেরামতির কাজ করালেন সাংসদ বাবুল সুপ্রিয়।

শনিবার চাঁদা গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সামনে নজরুল প্রয়াণ দিবস উপলক্ষে ‘চাঁদা নজরুল মূর্তি সংরক্ষণ সমিতি’ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে যাওয়ার পথে চাঁদা মোড়ে নজরুল মূর্তিতে মালা পরানোর জন্য গাড়ি থেকে নামেন বাবুল। আর তখনই তাঁর নজরে পড়ে, রাস্তার পিচের আস্তরণ কাদায় ঢেকেছে। স্থানীয় বিজেপি নেতাদের তিনি জিজ্ঞাসা করেন, কী ভাবে এমন দশা হল। নেতারা অভিযোগ করেন, জামুড়িয়া যাওয়ার প্রধান রাস্তা ও জাতীয় সড়কের এই সংযোগস্থল দীর্ঘদিন ধরে গর্তে ভরে ছিল। শুক্রবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা সেগুলি অস্থায়ী মেরামত করেন। তার পরে কিছু নির্মাণ সামগ্রী ফেলে চলে যান। তাতে কাজের কিছু হয়নি। তার বদলে কাদায় ভরে গিয়েছে।

এ সব শোনার পরেই বাবুল রাস্তায় নির্মাণকাজে যুক্ত ঠিকাদার সংস্থার দুই কর্মীকে তাঁর সামনে সংস্কার শেষ করতে বলেন। ওই দুই কর্মী কাজ শুরু করেন। বাবুল দলের কর্মীদের নিয়ে ট্রাফিক রেলিং দিয়ে সংস্কার হওয়া অংশ ঘিরে ফেলেন। দুপুর ২টো থেকে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে কাজ শেষ করানোর পরে অনুষ্ঠানে রওনা হন তিনি।

মোড় থেকে অনুষ্ঠানের মঞ্চ ছিল প্রায় এক কিলোমিটার দূরে। সেখানে যাওয়ার পথে বাউরি পাড়া, গড়াই পাড়া-সহ তিন জায়গায় বাসিন্দারা তাঁকে ঘিরে ধরে চাঁদা মোড়ে জাতীয় সড়কে আন্ডারপাস তৈরির দাবি জানান। তাঁদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই মোড়ে আন্ডারপাস না গড়ে প্রায় এক কিলোমিটার দূরে তৈরি করা হয়েছে। তার জেরে বাসিন্দাদের কাছে জাতীয় সড়ক পারাপার দুর্বিষহ হবে। সপ্তাহ দুয়েক আগে ওই দাবিতে রাস্তার পাশে ধর্নায় বসেছিলেন এক দল বাসিন্দা। তার পরে জেলাশাসকের নির্দেশে পূর্ত দফতর ও জাতীয় সড়কের ইঞ্জিনিয়াররা এলাকা সমীক্ষা করেছেন। বাবুল বলেন, ‘‘প্রতিশ্রুতি দিতে পারছি না। তবে দিল্লিতে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে বৈঠক করে নিষ্পত্তির চেষ্টা করব।’’

২ নম্বর জাতীয় সড়কে সম্প্রসারণ কাজে যুক্ত ঠিকাদার সংস্থার দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার হেমকুমার কর্ণ অবশ্য বলেন, ‘‘শুক্রবার ওই রাস্তার সংযোগস্থলে সংস্কার শুরু করেছিলাম। শনিবার সকালে প্রবল বৃষ্টির জন্য কাজ করা যায়নি। বৃষ্টি থামার পরপরই সাংসদ ঘটনাস্থলে পৌঁছন। তিনি না বললেও আমরা আজ কাজ শেষ করতাম।’’

চাঁদায় অনুষ্ঠান মঞ্চ থেকে সাংসদ গ্রামের দু’টি স্বল্প দৈর্ঘ্যের রাস্তা পাকা করা ও একটি গ্রন্থাগার নির্মাণের জন্য সাড়ে পনেরো লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE