Advertisement
১১ মে ২০২৪

পোড়া নারীদেহ, খুন করে দেহ লোপাটের অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে রাস্তার পাশে ধোঁয়া দেখে অনেকেই মনে করেছিলেন গাড়ির টায়ার জ্বলছে। কিন্তু দীর্ঘক্ষণ ধোঁয়া, আগুন  দেখে সন্দেহ হয় তাঁদের।

এখানেই মেলে দগ্ধ দেহ, তদন্তে পুলিশকর্তারা। নিজস্ব চিত্র

এখানেই মেলে দগ্ধ দেহ, তদন্তে পুলিশকর্তারা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
গলসি শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ০১:৩৫
Share: Save:

এক মহিলার দগ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সাতসকালে ঘটনাটি ঘটে পারাজ-শিল্ল্যা রোডের জাগুলিপাড়া গ্রামের মোড়ে। রাস্তার পাশের শুকনো কাঁচা নর্দমায় দেহটি পুড়তে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম ও পরিচয় জানা যায়নি। খুন করে দেহ লোপাটের চেষ্টায় পুড়িয়ে ফেলা হচ্ছিল বলেও প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। এলাকাবাসীদের দাবি, ওই মহিলাকে ধর্ষণ করার পরে খুন করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মৃতদেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে না পেলে কিছু বলা যাবে না বলেও জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে রাস্তার পাশে ধোঁয়া দেখে অনেকেই মনে করেছিলেন গাড়ির টায়ার জ্বলছে। কিন্তু দীর্ঘক্ষণ ধোঁয়া, আগুন দেখে সন্দেহ হয় তাঁদের। কয়েকজন গিয়ে দেখেন মানুষের দেহ পুড়ছে। তাঁরাই খবর দেন পুলিশে। ততক্ষণে প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে দেহটি। স্থানীয় বাসিন্দা শেখ মহম্মদ আলি, রহমত মোল্লারা জানান, দেহ এতটাই পুড়ে গিয়েছে যে পোশাক, শরীরের গড়ন কিছুই বোঝা যাচ্ছিল না। পরে পুলিশ আগুন নিভিয়ে দেহ সোজা করার পরে আন্দাজ করা যায়, সেটি নারীদেহ।

শিল্ল্যা এলাকায় দামোদরের একাধিক বালি খাদান রয়েছে। সেখান থেকে বালি নিতে কলকাতা-সহ একাধিক এলাকার বহু লরি যাতায়াত করে। গ্রামবাসীদের দাবি, প্রায় সারা রাত ধরে গাড়ি চলে। রাস্তার পাশে দেহ যেখানে পুড়ছিল সেখান থেকে কিছু পোড়া টায়ারের তার উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে আধ পোড়া টায়ারও। দেহের উপরে, নীচে টায়ার রেখে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেও স্থানীয় বাসিন্দাদের অনুমান।

পুলিশ মনে করছে, বাইরে কোথাও খুন করে দেহ লোপাটের জন্য এখানে এনে পুড়িয়ে দেওয়া হচ্ছিল। ফাঁকা জায়গা পেয়ে এই এলাকাটিকে বেছে নিয়েছিল দুষ্কৃতীরা। গলসি থানার এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘এলাকায় কোনও মহিলার নিখোঁজ হওয়ার খবর আমাদের কাছে নেই। আমরা অনুমান করছি বাইরের কোনও মহিলাকে খুন করে এখানে পুড়িয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Woman Dead Body
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE