Advertisement
২৭ এপ্রিল ২০২৪

হাতাহাতিতে জড়ালেন শিক্ষক-অভিভাবকেরা

স্কুলের পরিকাঠামো নিয়ে নানা অভিযোগ তুলে অভিভাবকদের বিক্ষোভ চলছিল কয়েক দিন ধরেই। শেষ পর্যন্ত এই নিয়ে শিক্ষকদের সঙ্গে হাতাহাতি পর্যন্ত গড়াল। আহত হলেন দুই অভিভাবক। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর তেতে রইল হুগলির কোন্নগরের নবগ্রামের ওই ইংরেজি মাধ্যম স্কুল চত্ত্বর। সন্ধ্যা পর্যন্ত শিক্ষকদের ঘেরাও করে রাখা হয়।

নিজস্ব সংবাদদাতা
কোন্নগর শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৬ ০২:১০
Share: Save:

স্কুলের পরিকাঠামো নিয়ে নানা অভিযোগ তুলে অভিভাবকদের বিক্ষোভ চলছিল কয়েক দিন ধরেই। শেষ পর্যন্ত এই নিয়ে শিক্ষকদের সঙ্গে হাতাহাতি পর্যন্ত গড়াল। আহত হলেন দুই অভিভাবক। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর তেতে রইল হুগলির কোন্নগরের নবগ্রামের ওই ইংরেজি মাধ্যম স্কুল চত্ত্বর। সন্ধ্যা পর্যন্ত শিক্ষকদের ঘেরাও করে রাখা হয়। পুলিশ ঘটনাস্থলে যায়। প্রশাসন ও স্থান‌ীয় সূত্রের খবর, নবগ্রামের ওই ইংরেজি মাধ্যম স্কুলে হাজার খানেক ছাত্রছাত্রী পড়াশোনা করে। অভিযোগ, স্কুল পরিচালনায় গাফিলতি রয়েছে কর্তৃপক্ষের। পঠনপাঠন নিয়ে তাঁরা খুব একটা ভাবিত নন। এ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। গত ১৯ তারিখ থেকে প্রতিদিনই সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাকদের একাংশ। মঙ্গলবারও সকাল থেকে বেশ কিছু অভিভাবক বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, যেমন তেমন ভাবে স্কুল চালানো হচ্ছে। দু’বছর ধরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ। অভিভাবকদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানটি যে সংস্থার, তাঁদের কোনও আধিকারিককে এসে সমস্যার কথা শুনতে হবে। এই নিয়ে শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের বচসা হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। চেয়ার ছোড়াছুড়ি হয়। দু’জন অভিভাবক চোট পাওয়ার পরেই শিক্ষক-শিক্ষিকারা অফিসঘরে ঢুকে যান। তাঁদের ঘেরাও করেন অভিভাবকেরা। খবর পেয়ে স্কুলে আসেন পঞ্চায়েত প্রধান শিবানী দত্ত, উত্তরপাড়া থানার পুলিশ। গৌতম বন্দ্যোপাধ্যায় নামে এক অভিভাবক বলেন, ‘‘কিছু বললেই স্কুল থেকে আশ্বাস দেওয়া হয়, পরিকাঠামো ঢেলে সাজা হবে। কিন্তু হয় না। এই ভাবেই কয়েক বছর চলছে।’’ স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও কথা বলতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rumpus Teachers Guardians
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE