Advertisement
০৫ মে ২০২৪

মাকে মার, অভিযুক্ত তৃণমূল নেতা

শেখ বদরে আলম এ দিন সন্ধ্যায় থানায় ছেলে তথা গ্রামের তৃণমূল নেতা শেখ সামিম আলমের ওরফে মোগোর নামে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু হয়েছে

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৮ ০৫:০১
Share: Save:

সম্পত্তি লিখে দেওয়া নিয়ে বচসায় বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার সকালে আরামবাগের চকহাজি গ্রামের এই ঘটনায় হানুফা বেগম নামে ওই বৃদ্ধা আপাতত আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃদ্ধার স্বামী শেখ বদরে আলম এ দিন সন্ধ্যায় থানায় ছেলে তথা গ্রামের তৃণমূল নেতা শেখ সামিম আলমের ওরফে মোগোর নামে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সপ্তাহ খানেক ধরে বাবা-মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে শেখ সামিমের অশান্তি চলছে। গত শনিবারও সে বাবা-মাকে মারধর করে বলে অভিযোগ। অভিযোগ, সামিম মায়ের চুলের মুঠি ধরে মাটিতে েফলে দেয়। তার বাবা শেখ বদরে আলমের অভিযোগ, “ছেলেটা বদসঙ্গে পড়ে মদ খাচ্ছে। আর কারও প্ররোচনায় সম্পত্তি লিখে দেওয়ার দাবি করে আমাদের মারধর করছে।’’ তিিন আরও বলেন, ‘‘আমার তিন ছেলে এবং এক মেয়ে। সকলকে ছেড়ে ওকে কেন সম্পত্তি লিখে দেব?’’শেখ সামিম অবশ্য অভিযোগ মানেনি। তার কথায়, ‘‘“মাকে মারধর করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে বাবাকে কেউ প্ররোচিত করেছে।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Violence TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE