Advertisement
২৭ এপ্রিল ২০২৪

জেলা বিজেপি-র মুখ হয়ে উঠছেন অন্তরা

বছর দেড়েক আগে বিজেপিতে যোগ, মাস কয়েক আগে দলের জেলা সহ-সভানেত্রীর দায়িত্ব গ্রহণ এবং সোমবার জেলা বিজেপির তরফে তাঁর সাংবাদিক বৈঠক— ক্রমে কি পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি-র মুখ হয়ে উঠছেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি অন্তরা ভট্টাচার্য? জল্পনা শুরু হয়েছে গেরুয়া-শিবিরেই।

বিজেপির সাংবাদিক বৈঠক।

বিজেপির সাংবাদিক বৈঠক।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৫ ০০:২৬
Share: Save:

বছর দেড়েক আগে বিজেপিতে যোগ, মাস কয়েক আগে দলের জেলা সহ-সভানেত্রীর দায়িত্ব গ্রহণ এবং সোমবার জেলা বিজেপির তরফে তাঁর সাংবাদিক বৈঠক— ক্রমে কি পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি-র মুখ হয়ে উঠছেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি অন্তরা ভট্টাচার্য? জল্পনা শুরু হয়েছে গেরুয়া-শিবিরেই।
রাজ্যে যেমন রাহুল সিংহের তৃতীয় মেয়াদ চলছে, এই জেলায় তেমনই তুষার মুখোপাধ্যায়ের দ্বিতীয় মেয়াদ চলছে। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী দু’টি মেয়াদের পরে কেউ সাধারণত সভাপতি থাকতে পারেন না। সেই নিয়মে আগামী সাংগঠনিক নির্বাচনে রাহুলবাবু রাজ্য সভাপতির পদ থেকে সরলে, তুষারবাবুরও জেলা সভাপতির পদ থেকে সরে যাওয়ার সম্ভাবনা বেশি। এই পরিস্থিতিতে অন্তরাদেবীর জেলা বিজেপির মুখ হয়ে ওঠাটা তাত্‌পর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
সোমবার বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে দলের জেলা কমিটির হয়ে বক্তব্য রাখেন অন্তরাদেবী। ছিলেন না বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়। কেন? দলের এক সূত্রের দাবি, প্রাক্তন সভাধিপতিই যে সাংবাদিক বৈঠক করবেন, সেই সিদ্ধান্ত রবিবারই হয়। তুষারবাবু জেলা কার্যালয়ে বৈঠক করে দলীয় ভাবে সেই সিদ্ধান্ত নেন। তাই কৌশলে এ দিনের সাংবাদিক বৈঠক তিনি এড়িয়ে যান। তুষারবাবু অবশ্য বলেন, “দলেরই অন্য কর্মসূচিতে ছিলাম। তাই যেতে পারিনি।”
জেলা কমিটির হয়ে তাঁর প্রথম সাংবাদিক বৈঠকেই পুলিশের বিরুদ্ধে তোপ দেগেছেন অন্তরাদেবী। তিনি জানান, আজ, মঙ্গলবার মেদিনীপুরে ধর্না কর্মসূচিতে আসার কথা ছিল দলের রাজ্য সভাপতি রাহুল সিংহের। পুলিশ অনুমতি না দেওয়ায় কর্মসূচি স্থগিত রাখতে হচ্ছে। তিনি বলেন, “এখানে গণতন্ত্র নেই। দলমত নির্বিশেষে এর বিরুদ্ধে সংগ্রাম হওয়া প্রয়োজন। আগামী দিনে অনুমতি না দিলেও কর্মসূচি হবে।” বিজেপি নেতৃত্বের দাবি, ১৪ অগস্ট কোতোয়ালি থানায় এই কর্মসূচির অনুমতি দেওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়া হয়। সাড়া মেলেনি। কেন পুলিশ অনুমতি দিল না? জেলা পুলিশ সুপার ভারতী ঘোষের দাবি, “আমি এ ব্যাপারে কিছুই জানি না। যা জানার থানা থেকে জেনে নিন।” কোতয়ালি থানার আইসি সুশান্ত রাজবংশীর দাবি, তাঁর কাছে এমন কর্মসূচির অনুমতি দেওয়ার জন্য আবেদনপত্র আসেনি। অন্তরাদেবীর অবশ্য বক্তব্য, পুলিশ মিথ্যা বলছে।

কাল, বুধবার খড়্গপুরে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন আসবেন বলেও সাংবাদিক বৈঠকে জানানো হয়। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর— এই পাঁচ সাংগঠনিক জেলাকে নিয়ে বৈঠক করবেন তিনি। এর আগে একাধিকবার এই বৈঠক স্থগিত হয়েছে। লোকসভা ভোটের সময় বিজেপির পালে যে হাওয়া উঠেছিল, তা অনেকটাই থিতিয়েছে। কিছু কিছু এলাকায় কোন্দল মাথা চাড়া দিচ্ছে। পুরভোটের পরে দলের ভাঙনও ধরেছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। পরিস্থিতি দেখে এখন থেকে সংগঠন গুছিয়ে নিতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যেই সাংগঠনিক বৈঠকটি। অন্তরাদেবী জানান, ২৯ অগস্ট দলের উদ্যোগে জেলার সর্বত্র রাখিবন্ধন উত্‌সব হবে। কয়েকশো গরিব মানুষকে বিমা সুরক্ষা যোজনার আওতায় আনা হবে। ১ সেপ্টেম্বর থেকে জেলায় প্রশিক্ষণ শিবির শুরু হবে। পশ্চিম মেদিনীপুরকে সাংগঠনিক ভাবে ৭টি জোনে ভাগ করা হয়েছে। প্রশিক্ষণ শেষ হবে ১৫ সেপ্টেম্বর। সাংবাদিক বৈঠকে ছিলেন দলের জেলা সহ-সভাপতি সুকুমার ভুইয়াঁ, যুব মোর্চার জেলা সভাপতি শুভজিত্‌ রায় প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE