Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নোটিস পেয়ে বেপাত্তা বণিক সভার সভাপতি

পুলিশের ডাকে থানায় যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু এর পর জেলা বণিকসভার সভাপতির নিরুদ্দেশের ঘটনায় পুরভোটের মুখে চাঞ্চল্য ছড়াল রেলশহরে। বৃহস্পতিবার খড়্গপুরের সুভাষপল্লির বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে নিখোঁজের অভিযোগ তোলেন ব্যবসায়ীর স্ত্রী কেকা সিংহ। গত মঙ্গলবার দুপুর থেকে তাঁর ব্যবসায়ী স্বামী তথা জেলা বণিকসভার সভাপতি আলো সিংহের খোঁজ মিলছে না বলে দাবি করেছেন কেকাদেবী।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৫ ০০:৪০
Share: Save:

পুলিশের ডাকে থানায় যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু এর পর জেলা বণিকসভার সভাপতির নিরুদ্দেশের ঘটনায় পুরভোটের মুখে চাঞ্চল্য ছড়াল রেলশহরে। বৃহস্পতিবার খড়্গপুরের সুভাষপল্লির বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে নিখোঁজের অভিযোগ তোলেন ব্যবসায়ীর স্ত্রী কেকা সিংহ। গত মঙ্গলবার দুপুর থেকে তাঁর ব্যবসায়ী স্বামী তথা জেলা বণিকসভার সভাপতি আলো সিংহের খোঁজ মিলছে না বলে দাবি করেছেন কেকাদেবী। এই মর্মে ক্যুরিয়ার মারফত একটি নিখোঁজ ডায়েরিও তিনি থানার উদ্দেশে পাঠিয়েছেন। এ দিকে ওই ব্যবসায়ীর সঙ্গে কুখ্যাত রেল মাফিয়া শ্রীনু নায়ডুর যোগাযোগের প্রমাণ পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি। েতাই নোটিস দিয়ে আলো সিংহকে ডাকা হলেও তিনি থানায় উপস্থিত না হওয়ায় ফের নোটিস পাঠানোর কথা জানিয়েছে জেলা পুলিশ।

বেশ কয়েক বছর ধরে আলো সিংহ জেলা বণিকসভার সভাপতির পদে রয়েছেন। আগে রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। পুরভোটের মুখে ফের স্বচ্ছ ও স্থায়ী পুরবোর্ড গড়ার দাবি করেন তিনি।

সেই কারণেই সাংবাদিক বৈঠক ডেকে আবেদনের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের হয়ে জেলা বণিকসভার প্রচারে নামার সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি আলো সিংহ। এর পরেই আলোবাবুর বাড়িতে সিআরপিসি-র ৪১এ ধারায় পুলিশের সামনে হাজিরার নোটিস পাঠায় পুলিশ। জানা গিয়েছে, গত ৭ এপ্রিল রাতে কলকাতা থেকে গ্রেফতার হয় রেলশহরের মাফিয়া শ্রীনু নায়ডু। এর পর বেশ কিছুদিন পুলিশ হেফাজতে ছিল শ্রীনু। পুলিশি জেরায় আলো সিংহের সঙ্গে শ্রীনুর যোগের কথা উঠে এসেছে বলে দাবি পুলিশের। তাই আলো সিংহকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু তিনি টাউন থানায় উপস্থিত না হওয়ায় মঙ্গলবার ফের বাড়িতে আসে টাউন পুলিশ। সেই সময়েই থানায় যাবেন বলেই বাড়ি থেকে বেরিয়ে যান আলো সিংহ। তবে পুলিশের দাবি, তিনি থানায় যাননি।

এ দিকে ওই দিন দুপুর থেকে আলো সিংহের মোবাইল ফোন বন্ধ হয়ে থাকায় বাড়ির লোকেরাও কোনও খোঁজ পাচ্ছে না বলে দাবি করেন। পুলিশও কোনও সদুত্তর দিতে পারেনি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক ডেকে নিখোঁজ ডায়েরি ক্যুরিয়ার মারফত পাঠানোর কথা জানান স্ত্রী কেকা সিংহ। তিনি বলেন, “অক্ষয় তৃতীয়ার দিন দোকানে পুজো ছিল। থানা থেকে ফিরে এসে দোকানে যাবেন বলে সকাল সাড়ে ১০ টা নাগাদ বেরিয়ে যান আমার স্বামী। তারপর থেকেই মোবাইল বন্ধ। জানিনা আমার স্বামী কোথায়।’’

তবে পুলিশের ধারণা, আলো সিংহ আত্মগোপন করেছেন। এ দিন জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন, “সিআরপিসি-র ৪১এ ধারায় আলো সিংহকে থানায় ডাকা হয়েছিল। দু’বার নোটিস পাঠানো সত্ত্বেও তিনি থানায় আসেননি। মঙ্গলবার থানা থেকে পুলিশ তাঁর বাড়ি যায়। আলো সিংহ সে সময়ে থানায় যাচ্ছেন বলেও আসেননি। মাফিয়া শ্রীনু নায়ডুর সঙ্গে যোগের প্রমাণ আমাদের হাতে রয়েছে। তাই তৃতীয়বার আমরা নোটিস পাঠাব। না এলে আলো সিংহকে গ্রেফতার করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE