Advertisement
১১ মে ২০২৪
Coronavirus

সঙ্কট কাটিয়ে ফিরলেন ১৯, আপাতত বাড়িতেই নজরবন্দি

হাসপাতালের আইসোলেশন থেকে বাড়ি ফিরলেন এগরার হোমিওপ্যাথি চিকিৎসকের পরিজন এবং আত্মীয়।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
এগরা ও হলদিয়া শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২০ ০২:০১
Share: Save:

দুশ্চিন্তার মধ্যেও কিছুটা আশার আলো।

হাসপাতালের আইসোলেশন থেকে বাড়ি ফিরলেন এগরার হোমিওপ্যাথি চিকিৎসকের পরিজন এবং আত্মীয়। সোমবার হোমিওপ্যাথি চিকিৎসক-সহ ১৭ জনকে ছেড়ে গিয়েছে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। তাঁরা আপাতত কিছুদিন হোম আইসোলেশনে থাকবেন।

অন্যদিকে, হলদিয়াতেও নিজামুদ্দিন ফেরত তথা হলদিয়া বন্দরের ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়ারের স্ত্রী ও ছেলেকে এ দিন মহকুমা হাসপাতালের আইসোলেশন থেকে ছেড়ে দেওয়া হয়েছে। হলদিয়ায় যে আট জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, তাঁদের ছ’জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি দু’জনের রিপোর্ট অসম্পূর্ণ আসায়, ফের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রের খবর, এখন পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২২ জন।

পূর্ব মেদিনীপুরে এখনও পর্যন্ত ১৩ জন বাসিন্দার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। সোমবার জেলায় নতুন করে কারও করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি। এগরার যে চিকিৎসকে এ দিন ছাড়া হয়েছে, তাঁর ছেলের বিয়েতে এসেছিলেন কলকাতার নয়াবাদের করোনা আক্রান্ত বৃদ্ধ। তিনি মারা গিয়েছেন। ওই বৃদ্ধের সংস্পর্শে এসে চিকিৎসকের পরিবারের কয়েকজন করোনায় আক্রান্ত হন। এর পরে চিকিৎসকের পরিবারের সদস্য এবং এক আত্মীয়ের বাড়ি পরিচারিকা মিলে ১৭ জন এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের আইসোলেশনে ছিলেন গত কয়েকদিন। তবে তাঁদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ আসায় এ দিন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। হাসপাতাল থেকে ছুটি পেলেও আপাতত সবাইকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য দফতর।

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কিছুটা স্বস্তিতে এগরার চিকিৎসক। এ দিন তিনি বলেন, ‘‘নিজেদের যেন বন্দি দশা থেকে মুক্ত করলাম। নিজেদের অজ্ঞাতেই একটা কাজে সব কিছু যেন ওলটপালট হয়ে যাচ্ছিল। সবাই লকডাউনে বাড়িতে থাকুন। সুস্থ জীবন কাটাতে এইটুকু নির্দেশ পালন করুন।’’

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, ‘‘ওঁদের সবার রিপোর্ট স্বাভাবিক রয়েছে। তাই হাসপাতালের আইসোলেশন থেকে আপাতত ছুটি দেওয়া হল। হাসপাতাল থেকে গিয়ে সকলকে হোম আইসলোশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE