Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বর্ষশেষে আধ ঘণ্টায় পথের বলি ৪  

হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে সোমবার দু’টি দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল ৭টা নাগাদ নন্দকুমারের দক্ষিণ ধলহরা গ্রামের কাছে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটাগ্রস্ত ট্যাঙ্কার এবং লরি। নিজস্ব চিত্র

দুর্ঘটাগ্রস্ত ট্যাঙ্কার এবং লরি। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
নন্দকুমার শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৯ ০১:২৭
Share: Save:

বছরের শেষ দিনেও জাতীয় সড়কে দুর্ঘটনা। যা প্রাণ কাড়ল চার জনের। আহত হয়েছেন একজন।

হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে সোমবার দু’টি দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল ৭টা নাগাদ নন্দকুমারের দক্ষিণ ধলহরা গ্রামের কাছে প্রথম দুর্ঘটনাটি ঘটে। মেচেদা থেকে হলদিয়াগামী একটি তেলের খালি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডার পেরিয়ে উল্টো দিকের লেন দিয়ে হলদিয়া থেকে আসা মেচেদাগামী একটি লরিতে ধাক্কা মারে। ওই লরিতে গুঁড়ো কয়লা বোঝাই ছিল।

মুখোমুখি ধাক্কায় ট্যাঙ্কার এবং লরির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্যাঙ্কারের চালক, খালাসি এবং ওই ট্যাঙ্কারের আর এক আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত হন কয়লা বোঝাই লরির চালক। নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত এবং আহতদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন, ট্যাঙ্কারের চালক পরশুরাম শা (৬০)। তিনি উত্তরপ্রদেশের বালিয়া জেলার মোহনছাপড়া গ্রামের বাসিন্দা। ট্যাঙ্কারের খালাসি অনিমেষ সাহু (৩৪)। তাঁর বাড়ি গোপীবল্লভপুরের কুড়িচামট গ্রামে। এবং তমলুকের আজানগেছিয়ার নিশিকান্ত ঘাটা (৩৬)। আহত লরির চালক তমলুক হাসপাতালেই চিকিৎসাধীন।

দুর্ঘটনার জেরে গুঁড়ো কয়লা বোঝাই লরি রাস্তায় উল্টে গিয়েছিল। এতে জাতীয় সড়কে গাড়ি চলাচলে বিঘ্ন হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হলদিয়াগামী ট্যাঙ্কারটি প্রচণ্ড গতিতে থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়েছিল। তাতেই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

দ্বিতীয় ঘটনাটি ঘটে প্রথমটির আধঘণ্টা পরেই খঞ্জি বাজার এলাকা। সকাল সাড়ে ৭টা নাগাদ কামারদার দুর্ঘটনাস্থল থেকে মাত্র তিন কিলোমিটার দূরে খঞ্চি বাজারে দিঘা থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দুলাল সাহু (৫৫)। তাঁর বাড়ি ময়না থানার পূর্ব দক্ষিণ ময়না গ্রামে। হলদিয়ায় এক রাষ্ট্রায়ত্ত তেল শোধানাগারের অস্থায়ী কর্মী ছিলেন দুলাল। কর্মসূত্রে হলদিয়ায় থাকা দুলাল প্রতি শনিবার ময়নায় বাড়িতে আসতেন। সোমবার সকালে কাজে যোগ দিতে যেতেন। এ দিন সকালে তিনি মোটর সাইকেলে ময়না থেকে খঞ্চি বাজারে এসে জাতীয় সড়কের ডিভাইডারের ফাঁকা অংশ দিয়ে হলদিয়াগামী লেনে যাচ্ছিলেন। সে সময় হাওড়াগামী একটি বাস দুলালকে ধাক্কা মারে।

পুলিশ জানিয়েছে, মাথায় হেলমেট থাকলেও গাড়ি থেকে ছিটকে পড়ে দুলালের মাথায় এবং বুকে আঘাত লাগে। তাঁকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অসতর্কভাবে রাস্তা পার হতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Road Accident Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE