Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Jhargram

ঝাড়গ্রামে প্রাক্তন টিচার ইন-চার্জের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ, গ্রেফতার করল পুলিশ

জানা গিয়েছে, ২০১৬ সাল পর্যন্ত সেবা ভারতী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত টিআইসি ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রায় সাড়ে ৭৪ লক্ষ টাকা তছরুপের অভিযোগ ওঠে।

জানা গিয়েছে, ২০১৬ সাল পর্যন্ত সেবা ভারতী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত টিআইসি ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রায় সাড়ে ৭৪ লক্ষ টাকা তছরুপের অভিযোগ ওঠে।

জানা গিয়েছে, ২০১৬ সাল পর্যন্ত সেবা ভারতী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত টিআইসি ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রায় সাড়ে ৭৪ লক্ষ টাকা তছরুপের অভিযোগ ওঠে।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ১৯:৩২
Share: Save:

ঝাড়গ্রামের সেবা ভারতী মহাবিদ্যালয়ের প্রাক্তন টিচার ইন-চার্জ (টিআইসি) সুতপা ঘোষকে গ্রেফতার করল জামবনি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। ধৃত প্রাক্তন টিআইসিকে শনিবার তোলা হয় ঝাড়গ্রাম আদালতে। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সুতপার পক্ষের আইনজীবী কৌশিক সিংহ।

জানা গিয়েছে, ২০১৬ সাল পর্যন্ত সেবা ভারতী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত টিআইসি ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রায় সাড়ে ৭৪ লক্ষ টাকা তছরুপের অভিযোগ ওঠে। কলেজের পরিচালন সমিতি সেই টাকার হিসেব চাইলে তা দিতে তিনি ব্যর্থ হন বলে অভিযোগ। ওই ঘটনার পরে ওই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: গোবরডাঙা হিন্দু কলেজে গণ্ডগোলের জের, ৮ বিজেপি সমর্থককে গ্রেফতার করল পুলিশ

২০১৮ সালে জামবনি থানায় সুতপা ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানায় কলেজ কর্তৃপক্ষ। ওই অভিযোগের প্রেক্ষিতে শনিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। আইনজীবী কৌশিক সিংহ জানিয়েছেন, তাঁর মক্কেলকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।

আরও পড়ুন: দেড় বছরের শিশুর বিষক্রিয়া, ১৮ ঘণ্টা ভেন্টিলেশনে রেখে প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jhargram Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE