Advertisement
২৭ এপ্রিল ২০২৪
general-election-2019-west-bengal

অনুব্রতের সভায় নকুলদানা বিলি

ফতেসিংহপুরের এক সভায় নকুলদানার প্রসঙ্গ তুলে অনুব্রত দলীয় কর্মীদের বলেন, ‘‘নকুলদানা দেবেন, একশো ভাগ দেবেন, উন্নয়ন চাষ করতে যা দরকার তাই দেবেন।’’

রোড শোতে অনুব্রত। নিজস্ব চিত্র

রোড শোতে অনুব্রত। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
গড়বেতা শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ১১:২৭
Share: Save:

ঢাক বাজিয়ে ও নকুলদানা বিলি করে অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাল গড়বেতার তৃণমূল।

বুধবার বিকেলে গড়বেতায় ঝাড়গ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিরবাহা সরেনের সমর্থনে প্রচারে এসেছিলেন অনুব্রত মণ্ডল। হুডখোলা গাড়িতে ধাদিকা থেকে গড়বেতা হয়ে ফতেসিংহপুর পর্যন্ত ১৫ কিলোমিটার পথে রোড শো করেন তিনি। পরে ফতেসিংহপুরের এক সভায় নকুলদানার প্রসঙ্গ তুলে অনুব্রত দলীয় কর্মীদের বলেন, ‘‘নকুলদানা দেবেন, একশো ভাগ দেবেন, উন্নয়ন চাষ করতে যা দরকার তাই দেবেন।’’ সেইসঙ্গে তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী অন্যায় করলে ছাড়বেন না, তাঁদের কাজ তাঁরা করবে, আমার কাজ আমরা করব।’’

ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের উত্তরপ্রদেশ থেকে লোক আনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনুব্রত এ দিন বলেন, ‘‘মেদিনীপুরের মাটি সংগ্রামী মাটি, এখানকার মানুষ শুয়োর মারা করে দেবে, বলে দিলাম।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এ দিন বিকেলে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সড়কপথে গড়বেতায় আসেন তিনি। তাঁকে মধ্যমণি করে বাইক মিছিল করে তৃণমূল। যা দেখে মুচকি হেসে অনুব্রত দাবি করেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা উন্নয়ন করছেন, যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে।’’ এ দিন সন্ধ্যায় গোয়ালতোড়ের আমলাশুলিতেও বক্তব্য রাখেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE