Advertisement
০৪ মে ২০২৪

পদ্ম ফোটাতে ভূমিপুত্রে আস্থা

জেলা বিজেপি সভাপতি সুখময় বলছেন, ‘‘প্রার্থী নিয়ে আমরা খুবই খুশি। ঝাড়গ্রামের সব মহলে কুনারের গ্রহণযোগ্যতা রয়েছে। জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত।’’

৯,৬৬৬ ভোটে ব্যবধানে হারিয়ে জয়ী হলেন বিজেপি প্রার্থী কুনার হেমব্রম।। —নিজস্ব চিত্র

৯,৬৬৬ ভোটে ব্যবধানে হারিয়ে জয়ী হলেন বিজেপি প্রার্থী কুনার হেমব্রম।। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৯ ০৩:১৫
Share: Save:

বছর খানেক হল সক্রিয় রাজনীতিতে এসেছেন তিনি। জঙ্গলমহলের সেই ভূমিপুত্র কুনার হেমব্রমেই আস্থা রাখল বিজেপি।

দোলের সন্ধ্যায় কুনারের নাম ঘোষণা করা হল ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের দলীয় প্রাথী হিসেবে। আর তারপরেই জেলার বিভিন্ন মণ্ডলে বাজি পুড়িয়ে উৎসবে মাতলেন বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় জেলা কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে কুনারকে অভ্যর্থনা জানিয়েছেন বিজেপি-র জেলা সভাপতি সুখময় শতপথী।

ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী বীরবাহা সরেনের নাম ঘোষণা হয়ে গিয়েছে অনেক আগেই। আর সিপিএম লড়াইয়ের এই আসনে আস্থা রেখেছে প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রমে। বিজেপি প্রার্থীর নাম ঘোষণায় দেরি হওয়ায় ক’দিন ধরেই নানা গুঞ্জন চলছিল। শোনা যাচ্ছিল পড়শি ঝাড়খণ্ডের এক প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঝাড়গ্রামে প্রার্থী করার ব্যাপারে দলের অন্দরে আলোচনা হচ্ছে। তবে বিজেপি-র ঝাড়গ্রাম জেলা নেতৃত্ব সাফ জানিয়েছিলেন, এলাকার যোগ্য কাউকে প্রার্থী করতে হবে। শেষে দলের আদিবাসী নেতা কুনারেই আস্থা রেখেছে গেরুয়া শিবির।

৫৭ বছরের কুনার বিজেপি-র আদিবাসী মোর্চার ঝাড়গ্রাম জেলা সভাপতি। তাঁর আদি বাড়ি জামবনির গগনাশুলি গ্রামে। এখন সপরিবার তিনি থাকেন ঝাড়গ্রাম শহর লাগোয়া কন্যাডোবা গ্রামে। দিনমজুর পরিবারের ছেলে কুনারের দিন বদলের কাহিনি স্বপ্নের মতো। খড়গপুর আইআইটি-এর প্রাক্তনী কুনার ১৯৮৯-১৯৯৫ সাল পর্যন্ত ভারত সরকারের ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড (এনবিসিসি)-এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কাজ করেছেন। পরে চাকরি ছেড়ে ঝাড়গ্রামে নিজের কনসালটেন্সি ফার্ম করেছেন। ঝাড়গ্রাম জেলার কাপগাড়ি কলেজ, গোপীবল্লভপুরের সুবর্ণরেখা কলেজের মতো বহু প্রতিষ্ঠানের ভবনের নকশা তৈরি করেছেন কুনার। ঝাড়গ্রাম শহরের আদিবাসী বাজারে রয়েছে কুনারের প্রতিষ্ঠিত মার্শাল কম্পিউটর প্রেস এবং প্রকাশনা সংস্থা। প্রেসটির দেখাশোন‌া করেন কুনারের স্ত্রী মিনতি হেমব্রম। ২০০০ সালে কুনারের পরিকল্পনায় অলচিকি লিপির অফসেট সফ্টঅয়্যার তৈরি করে ছাপার কাজ করছে মার্শাল কম্পিউটার প্রেস। গত দু’দশকে এ পর্যন্ত প্রায় সাতশো সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে বই ছাপা হয়েছে কুনারের প্রেস থেকে। মুচকি হেসে কুনার জানাচ্ছেন, রাজ্য সরকারের সরস্বতী প্রেস থেকে সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে যে সব বই ছাপা হয়, তার টাইপিং, সেটিং সব হয় তাঁর প্রেসে। পরে সরস্বতী প্রেস সেগুলি ছাপে। ২০১৩ সালে মোবাইলে অলচিকি হরফে লেখার সফ্টঅয়্যারও বানিয়েছেন কুনার। এখন তো কুনারের তৈরি মোবাইলে মেসেজের স্ক্রিপ্ট ভার্সান আদিবাসী যুবক-যুবতীদের মধ্যে রীতিমতো জনপ্রিয়।

জেলা বিজেপি সভাপতি সুখময় বলছেন, ‘‘প্রার্থী নিয়ে আমরা খুবই খুশি। ঝাড়গ্রামের সব মহলে কুনারের গ্রহণযোগ্যতা রয়েছে। জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত।’’ আর কুনারের বক্তব্য, ‘‘গত পাঁচ বছরে এখা‌নকার তৃণমূল সাংসদকে মানুষ চোখেই দেখেননি। আমি জিতলে সাংসদ তহবিলের পুরো টাকা এলাকার উন্নয়নে খরচ করব। মানুষের পাশে থাকব।’’ বিজেপি প্রার্থীকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের জেলা চেয়ারম্যান সুকুমার হাঁসদার মতে, ‘‘জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। বিরোধীদের যেই প্রার্থী হোন, কিছুই সুবিধা করতে পারবে না।’’ আর ঝাড়গ্রাম কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রমের বক্তব্য, ‘‘কেন্দ্রে বিজেপি আর রাজ্যে তৃণমূল সরকারের প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে। তাই বিজেপি বা তৃণমূলের প্রার্থীদের কথা মানুষ বিশ্বাস করবেন না। এ বার জনমত অন্য কথা বলবে।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE