Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পথে নামল সাফাই যন্ত্র

কাজ শুরু করল কম্প্যাক্টর। শুক্রবার হলদিয়ার দুর্গাচকের সুপার মার্কেটের সামনে দু’টি কম্প্যাক্টরের উদ্বোধন করেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল। দেবপ্রসাদবাবু বলেন, “আজ থেকেই আধুনিক এই যন্ত্র শহর কাজ শুরু করবে।’’

কম্প্যাক্টর উদ্বোধনে চেয়ারম্যান

কম্প্যাক্টর উদ্বোধনে চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ০২:২৬
Share: Save:

কাজ শুরু করল কম্প্যাক্টর। শুক্রবার হলদিয়ার দুর্গাচকের সুপার মার্কেটের সামনে দু’টি কম্প্যাক্টরের উদ্বোধন করেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল। দেবপ্রসাদবাবু বলেন, “আজ থেকেই আধুনিক এই যন্ত্র শহর কাজ শুরু করবে।’’

বিধানসভা নির্বাচনের আগে ‘স্বচ্ছ ভারত মিশন’ প্রকল্পে ‘স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি’র থেকে এই দু’টি কম্প্যাক্টর হাতে পায় হলদিয়া পুরসভা। যদিও রেজিস্ট্রেশন না হওয়ায় এতদিন কম্প্যাক্টরগুলি পড়ে ছিল খোলা আকাশের নীচেই। রোদে-জলে যন্ত্রের ক্ষতির অভিযোগও উঠছিল। আনন্দবাজার পত্রিকায় কম্প্যাক্টর পড়ে থাকার খবর প্রকাশিত হয়। তারপরই নড়েচড়ে বসেন পুর কর্তৃপক্ষ। সমস্যা নিয়ে পুর পারিষদ চন্দন মাঝিকে এজেন্সি সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয়।

পুরসভা সূত্রে খবর, ওই এজেন্সিকে দ্রুত যন্ত্র দু’টি রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়। গত ২৭ জুন এজেন্সি দীর্ঘদিন ধরে পড়ে থাকা কমপ্যাক্টরগুলির রেজিস্ট্রেশন করে দেয়। তারপরই এ দিন ওই কম্প্যাক্টর দু’টির উদ্বোধন হল। এ নিয়ে পুর পারিষদ চন্দন মাঝি বলেন, “পুরসভার দাবি মতো ‘স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি’ দ্রুত কম্প্যাক্টর দু’টি রেজিস্ট্রেশনের কাজ করে দিয়েছে। এই কম্প্যাক্টরগুলির সাহায্যে একসঙ্গে ৯ টন আবর্জনা সাফ করা সম্ভব। ফলে শহর পরিচ্ছন্ন রাখার কাজে আরও সুবিধা হবে।”

নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cleaning technology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE