Advertisement
২৭ এপ্রিল ২০২৪

মধ্যবিত্তের সাধের মধ্যেই ফ্ল্যাট! ‘নিজশ্রী’ প্রকল্পে আবেদনপত্র বিলি শুরু 

শিল্প তথা বন্দর শহর হলদিয়ায় মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই ফ্ল্যাট কেনার সুযোগ এনে দিল রাজ্য সরকার। সৌজন্য রাজ্য সরকারের ‘নিজশ্রী’ প্রকল্প।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ০০:০২
Share: Save:

শিল্প তথা বন্দর শহর হলদিয়ায় মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই ফ্ল্যাট কেনার সুযোগ এনে দিল রাজ্য সরকার। সৌজন্য রাজ্য সরকারের ‘নিজশ্রী’ প্রকল্প।

হলদিয়া মহকুমা প্রশাসন সূত্রের খবর, আসানসোল, শিলিগুড়িতে যে ধাঁচের ফ্ল্যাট রয়েছে, ‘নিজশ্রী’ প্রকল্পে হলদিয়াতেও সেই ধাঁচের ফ্ল্যাট বানানো হচ্ছে। হলদিয়ার বাসুদেবপুরে ‘নিজশ্রী’ প্রকল্পে ফ্ল্যাট বানানোর জন্য জমি চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে জেলা এবং মহকুমা প্রশাসনের প্রতিনিধিরা জমি পরিদর্শন করেছেন। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্য সরকারের নিয়ম মেনে শহর এলাকায় জমি চূড়ান্ত করার কথা বলা হয়েছিল। সেই মত জমি চূড়ান্ত করে ফেলেছে মহকুমা প্রশাসন। গত ২৬ নভেম্বর থেকে শুরু হয়েছে ফ্ল্যাট কেনার আবেদনপত্র বিলি। চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চারটি শাখা থেকে ওই আবেদন পর্যন্ত পাওয়া যাবে। ওই চারটি শাখা হল— দুর্গাচক, হলদিয়া, টাউনশিপ, ডক কমপ্লেক্স। ব্যাঙ্ক সূত্রের খবর, এখনও পর্যন্ত ১০০টি আবেদনপত্র বিলি হয়েছে।

প্রশাসন সূত্রের খবর, প্রথম ধাপে রাজ্যের তিন শহর হলদিয়া, আসানসোল এবং শিলিগুড়িতে ওই ফ্ল্যাট বানানো হচ্ছে। এক কামরার ফ্ল্যাটে একটি শোওয়ার ঘর, একটি হল ঘর এবং রান্না ঘর-সহ কার্পেট এলাকা থাকবে ৩৭৮ বর্গ ফুট। দুই কামরার ফ্ল্যাটে থাকবে দু’টি শোওয়ার ঘর, একটি হল ঘর এবং রান্নাঘর থাকবে। হলদিয়ার মহকুমাশাসক কুহকভূষণ বলেন, ‘‘হলদিয়াতে এরকম ৩২টি এক কামরার ফ্ল্যাট এবং ১৬টি দুই কামরার ফ্ল্যাট বানানো হবে।’’

অবশ্য সস্তার ওই ফ্ল্যাট কেনায় থাকছে ‘শর্ত’। এক কামরার ফ্ল্যাট কিনতে গ্রাহকের মাসিক আয় ১৫ হাজার এবং দুই কামরার ক্ষেত্রে মাসিক আয় ৩০ হাজার টাকার নীচে হতে হবে। প্রশাসন সূত্রের খবর, এক কামরার ফ্ল্যাটের জন্য ৭ লক্ষ ২৮ হাজার টাকা এবং দু’কামরার ফ্ল্যাটের জন্য ৯ লক্ষ ২৬ হাজার টাকা দিতে হবে গ্রাহককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nijoshree Haldia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE