Advertisement
১৯ মার্চ ২০২৪
রক্তের নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল

পুলিশি তদন্তে ক্ষুব্ধ কুরবানের স্ত্রী

পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা খুনের ঘটনার সাত দিনের মাথায় এ দিন ঘটনাস্থলে আসে ফরেন্সিক দল।

কুরবান শা। —ফাইল চিত্র।

কুরবান শা। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পাঁশকুড়া শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ ০০:০৪
Share: Save:

কুরবান হত্যাকাণ্ডে জেলার দাপুটে তৃণমূল নেতা তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন হত্যাকারীকে ধরতে তিনি ভরসা রাখছেন রাজ্য পুলিশেই। বলেছিলেন পুলিশ চাইলেই ‘ফেরার’ অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে।

কিন্তু, মন্ত্রী এমন কথা বললেও খোদ নিহতের পরিবারই পুলিশের উপরে তাঁদের অনাস্থা প্রকাশ করলেন। রবিবার কুরবানের স্ত্রী সাবানাবানু খাতুন বলেন, ‘‘আটদিন হয়ে গেল। পুলিশ একজন ছাড়া বাকিদের এখনও গ্রেফতার করতে পারল না। আমরা পুলিশের তদন্তে সন্তুষ্ট নই।’’

পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা খুনের ঘটনার সাত দিনের মাথায় এ দিন ঘটনাস্থলে আসে ফরেন্সিক দল। দুই সদস্যের ফরেন্সিক দলটি এদিন কুরবানের অফিসে ঢুকে সংগ্রহ করে রক্তের নমুনা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলি ও গুলির খোল।

নবমীর রাতে মাইশোরায় দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন পাঁশকুড়া ব্লক কার্যকরী সভাপতি কুরবান শা। খুনের ঘটনায় কুরবানের পরিবার প্রথম থেকেই সিআইডি তদন্ত দাবি করে আসছে। এখনও পর্যন্ত মাত্র একজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। মূল অভিযুক্ত পাঁশকুড়ার বিজেপি নেতা আনিসুর রহমান এখনও ফেরার। তাকে ধরতে জেলা পুলিশের উদ্যোগে তৈরি হয়েছে বিশেষ তদন্তকারী দল বা সিট। পুলিশের একাধিক ছোট ছোট দল আনিসুরকে ধরতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে বলে খবর। তবু কেন ধরা যাচ্ছে না আনিসুরকে? এই প্রশ্নে পুলিশের ভূমিকা নিয়ে কার্যত ক্ষুব্ধ কুরবানের পরিবার।

গত শনিবার পাঁশকুড়ায় কুরবান খুনের প্রতিবাদ মিছিলে যোগ দিতে এসে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পুলিশের ওপর তাঁর আস্থা আছে। ভারতবর্ষের যেখানেই আনিসুর লুকিয়ে থাকুক না কেন পুলিশ চাইলে তাকে ধরতে পারবে। রবিবার কুরবানের স্ত্রী বলেন, ‘‘পুলিশ একজন ছাড়া বাকিদের এখনও গ্রেফতার করতে পারল না। আমরা পুলিশের তদন্তে সন্তুষ্ট নই।’’

কুরবান খুন হওয়ার পর তাঁর অফিস পুলিশ সিল করে দিয়েছিল। এদিন দুই সদস্যের ফরেন্সিক দল বিকেল ৪ টে নাগাদ মাইশোরায় আসে। সিল করা অফিসের তালা খুলে তাঁরা ভিতরে ঢোকেন এবং পড়ে থাকা রক্তের নমুনা সংগ্রহ করেন। একটি গুলি ও গুলির খোলও উদ্ধার করেন। অফিসের দেওয়ালে যেখানে গুলির চিহ্ন ছিল সেই জায়গাটি চিহ্নিত করে বিশেষজ্ঞ দলটি। দলের প্রধান চিত্রাক্ষ সরকার বলেন, ‘‘যে ঘরে খুনের ঘটনা ঘটেছিল সেখান থেকে আমরা একটি বুলেট ও একটি বুলেটের খোল পেয়েছি। রক্তের নমুনাও সংগ্রহ করা হয়েছে।’’

কুরবান পরবর্তী জমানায় মাইশোরায় দলের রাজনৈতিক রূপরেখা ঠিক করতে এদিন বৈঠক ডাকেন পাঁশকুড়া ব্লক তৃণমূল নেতৃত্ব। বৈঠকে ছিলেন কুরবানের দাদা আফজল, মাইশোরার প্রত্যকেটি বুথের সভাপতিরা। উপস্থিত ছিলেন তৃণমূলের পাঁশকুড়া ব্লক সভাপতি দীপ্তি জানা, পাঁশকুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান সইদুল ইসলাম খান প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Qurban Shah TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE