Advertisement
১১ মে ২০২৪

সূর্যের সভায় যোগ দিয়ে আক্রান্ত বাম পরিবার

সূর্যকান্ত মিশ্রের জনসভায় যোগ দিয়েছিলেন ওঁরা। খেসারত হিসেবে ভাঙচুর করা হল দুই সিপিএম কর্মীর বাড়ি। রবিবার সন্ধ্যায় উত্তর কাঁথির লাউদা গ্রাম পঞ্চায়েতের করলদা নিমকবাড় গ্রামের ঘটনা। অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিকাশ জানার নেতৃত্বে একদল দুষ্কৃতী স্থানীয় সিপিএম কর্মী সুদীপ পাত্র ও প্রদীপ পাত্রের বাড়িতে হামলা চালায়।

ভাঙচুর হওয়া দোকান। সোহম গুহর তোলা ছবি।

ভাঙচুর হওয়া দোকান। সোহম গুহর তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ০৩ মে ২০১৬ ০২:০৮
Share: Save:

সূর্যকান্ত মিশ্রের জনসভায় যোগ দিয়েছিলেন ওঁরা। খেসারত হিসেবে ভাঙচুর করা হল দুই সিপিএম কর্মীর বাড়ি। রবিবার সন্ধ্যায় উত্তর কাঁথির লাউদা গ্রাম পঞ্চায়েতের করলদা নিমকবাড় গ্রামের ঘটনা। অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিকাশ জানার নেতৃত্বে একদল দুষ্কৃতী স্থানীয় সিপিএম কর্মী সুদীপ পাত্র ও প্রদীপ পাত্রের বাড়িতে হামলা চালায়।

সিপিএমের মারিশদা জোনাল কমিটির সদস্য ঝাড়েশ্বর বেরা অভিযোগ করেন, রবিবার বিকেলে উত্তরকাঁথির দইসাইতে সূর্যকান্ত মিশ্রের জনসভা ছিল। সভায় ওই দুই পরিবারের সদস্যরা যোগ দিয়েছিলেন। তারপর রাত ৮টা নাগাদ পাশের বুথ এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য বিকাশ জানার নেতৃত্বে জনা তিরিশেক তৃণমূল দুষ্কৃতী লাঠিসোটা নিয়ে তাঁদের বাড়ি ও দোকানে হামলা চালায়। ভাঙচুর করা হয়। সুদীপ পাত্রের স্ত্রী তনুশ্রী পাত্র মারিশদা থানায় বিকাশ জানার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

অভিযুক্ত বিকাশ জানা অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, ঘটনাস্থলে তিনি ছিলেন না। বরং তিনি বলেছেন, ‘‘ওই পরিবার মদ বিক্রির সঙ্গে যুক্ত। দোকান থেকে মদ বিক্রি করা হয়। দীর্ঘদিনের ক্ষোভ থেকে স্থানীয় বাসিন্দারা গিয়ে সব ভেঙে দিয়েছে।’’ কাঁথি-৩ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজও এই মদ-তত্ত্বেই সিলমোহর দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shop Vandalised Contai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE