Advertisement
০৫ মে ২০২৪

খেলার টুকরো খবর

বিভিন্ন ক্লাবকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছিল মেদিনীপুর রাইফেল ক্লাব। ৯ এপ্রিল থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি শেষ হল রবিবার। এই ধরনের প্রতিযোগিতা রাজ্যে প্রথম। প্রতিযোগিতার পোশাকি নাম ‘ফার্স্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট ওপেন এয়ার রাইফেল এণ্ড এয়ার পিস্তল শুটিং চ্যাম্পিয়ানশিপ -২০১৫’ । প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৬টি রাইফেল শুটিং ক্লাবের প্রায় ৪৫ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন।

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৫ ০০:২৫
Share: Save:

শহরে রাইফেল শ্যুট প্রতিযোগিতার সমাপ্তি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।—নিজস্ব চিত্র।

বিভিন্ন ক্লাবকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছিল মেদিনীপুর রাইফেল ক্লাব। ৯ এপ্রিল থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি শেষ হল রবিবার। এই ধরনের প্রতিযোগিতা রাজ্যে প্রথম। প্রতিযোগিতার পোশাকি নাম ‘ফার্স্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট ওপেন এয়ার রাইফেল এণ্ড এয়ার পিস্তল শুটিং চ্যাম্পিয়ানশিপ -২০১৫’ । প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৬টি রাইফেল শুটিং ক্লাবের প্রায় ৪৫ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। মেদিনীপুর রাইফেল ক্লাবের সম্পাদক বিজয়গোপাল মল্লিক বলেন, “এই ধরনের প্রতিযোগিতা যে কোনও প্রতিযোগীকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। তাই আমরা উদ্যোগ নিয়ে এই প্রতিযোগিতা শুরু করলাম। এই প্রতিযোগিতা অলিম্পিকেও রয়েছে। ধীরে ধীরে অন্যান্য ক্লাবও এই ধরনের প্রতিযোগিতার উদ্যোগ নিলে প্রতিভাবান শুটারদের ভবিষ্যতের পথ আরও সুগম হবে বলেই আশা।”চারদিনের এই প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের ইভেন্ট ছিল। যেমন ছিল এয়ার রাইফেল পিপ সাইট, তেমনি ছিল এয়ার রাইফেল ওপেন সাইট, এয়ার পিস্তল। প্রতিটি ইভেন্টেই মহিলা ও পুরুষদের আলাদা বিভাগ ছিল। সূযোগ দেওয়া হয়েছিল জুনিয়ার প্রতিযোগীদেরও। পুরুষ বিভাগে এয়ার রাইফেল পিপ সাইট প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন হাওড়া রাইফেল ক্লাবের সৌরভ কোলে, রৌপ্যপদক পেয়েছেন মেদিনীপুর এয়ার রাইফেল ক্লাবের কৃষ্ণেন্দু মল্লিক ও ব্রোঞ্চ পেয়েছেন মেদিনীপুর রাইফেল ক্লাবের সুতনু চট্টোপাধ্যায়। এই প্রতিযোগিতারই মেয়েদের বিভাগে স্বর্ণপদক পেয়েছেন নর্থ কলকাতা রাইফেল ক্লাবের অর্ণিশা চৌধুরী। এয়ার পিস্তল প্রতিযোগীতায় পুরুষ বিভাগে স্বর্ণপদক পেয়েছেন শ্রীরামপুর রাইফেল ক্লাবের শ্যামল দাস, রৌপ্যপদক ও ব্রোঞ্চ পেয়েছেন মেদিনীপুর রাইফেল ক্লাবের অর্ঘ্যনারায়ণ পাত্র ও সুব্রত কুণ্ডু। এই বিভাগে মহিলাদের মধ্যে স্বর্ণপদক পেয়েছেন সুজাতা ভট্টাচার্য। রৌপ্যপদক পেয়েছেন কাকলী মহাপাত্র ও মধুরিমা মহাপাত্র। তিনজনেই মেদিনীপুর রাইফেল ক্লাবের সদস্য। এমনকি পনেরো এবং বারো বছরের নীচে থাকা বালক-বালিকারাও প্রতিযোগিতায় অংশ নিয়ছিল। এয়ার রাইফেল ওপেন সাইটে পনেরো বছরের কম বয়সের বিভাগে স্বর্ণপদক পেয়েছে হাওড়া রাইফেল ক্লাবের প্রতীপ চোংদার, রৌপ্যপদক পেয়েছে মেদিনীপুর রাইফেল ক্লাবের সৌগত নাগ ও ব্রোঞ্চ পেয়েছে নর্থ কলকাতা রাইফেল ক্লাবের ঋষভ ঘোষ। আর বারো বছরের নিচে থাকা বালক বিভাগে স্বর্ণপদক পেয়েছে সাগ্নিক কুণ্ডু, রৌপ্যপদক পেয়েছে শুভ্রনীল বর্মণ। আর বালিকা বিভাগে স্বর্ণপদক পেয়েছে সৃজিতা ঘোষ ও অন্বেষা মল্লিক। চারজনেই মেদিনীপুর রাইফেল ক্লাবের সদস্য। রবিবারের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়গোপাল মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর রাইফেল ক্লাবের কোচ শান্ত কর্মকার, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বিনয় দাসমাল, মেদিনীপুর ক্লাবের সম্পাদক

অনুপ বন্দ্যোপাধ্যায়।

পটাশপুরে ভলিবল

পটাশপুরে ভলিবল প্রতিযোগিতা। ছবি: কৌশিক মিশ্র।

পটাশপুর-২ ব্লকের পঁচেট ভলিবল মাঠে পঁচেট স্পোটিং এন্ড কালচার‍্যাল সোসাইটি উদ্যোগে অনুষ্ঠিত হল ভলিবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক জ্যোতির্ময় কর। উপস্থিত ছিলেন পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ, ব্লক স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তাপস বেরা প্রমুখ। প্রতিযোগিতার শুরুতে একটি আমন্ত্রনী প্রদর্শনী-মূলক মহিলা ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ মহিলা ভলিবল লিগের দু’টি দলের ওই খেলায় গড়িয়া কল্যাণ পরিষদকে হারিয়ে জয়ী হয় হাওড়ার বালি ক্লাব। এরপর পূর্ব মেদিনীপুর জেলার চারটি দল নিয়ে লিগ পর্যায়ে শুরু হয় পুরুষ ভলিবল প্রতিযোগিতা। খেলার শেষে ব্রজকিশোরপুর ভলিবল অ্যাসোসিয়েশন ২৫-২২ পয়েন্টে মংলামাড়ো যুবাকে হারিয়ে প্রতিযোগিতায় জয়ী হয়। এ ছাড়াও রবিবার সকালে সোসাইটির উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিবিরে ১২০ জন চক্ষু পরীক্ষা করান বলে উদ্যোক্তাদের দাবি। এ দিন বিকেলে এলাকার বিশিষ্ট ছাত্রছাত্রী ও ক্রীড়াক্ষেত্রে কৃতীদের সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যায়সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

অ্যাথলেটিক্স মিট

পশ্চিম মেদিনীপুর জেলার অ্যাথলেটিক্স মিট অনুষ্ঠিত হল দু’দিন ধরে। রবিবার ছিল শেষ দিন। প্রায় ১২২ টি বিভাগে প্রায় ২৫০ জনপ্রতিযোগি যোগ দেন। শনিবার সকালে অ্যাথলেটিক্স মিট শুরু হয়। মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে এই মিটের আয়োজন করা হয়। পুরুষ এবং মহিলাদের জন্য পাঁচটি করে বিভাগ ছিল। অনুর্ধ্ব ১৪, ১৬, ১৮, ২০ এবং ২০ উর্ধ্ব। মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলেটিক্স সাব-কমিটির সম্পাদক স্বদেশরঞ্জন পান জানান, জেলা মিটে যাঁরা সফল হয়েছেন, তাঁরা এ বার রাজ্য অ্যাথলেটিক্স মিটে যোগ দেবেন।

কবাডি প্রতিযোগিতা

চলছে প্রতিযোগিতা।

রবিবার ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা পার্ক ময়দানে অনুর্ধ্ব ১৭ স্কুল পড়ুয়াদের এক দিনের কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। উদ্যোক্তা ছিল ‘ঝাড়গ্রাম ফিজিক্যাল এডুকেশন টিচার্স অ্যাণ্ড স্পোর্টস্ অফিসিয়ালস অর্গানাইজেশন’। ঝাড়গ্রাম মহকুমার ২০টি স্কুলের তিনশো ছাত্রছাত্রী প্রতিযোগিতায় যোগ দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sports midnapore volleyball patashpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE