Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Police

নির্বাচনের আগে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেউদ্যোগ জেলা প্রশাসনে

অপরাধীদের বিরুদ্ধে় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ১৮:০১
Share: Save:

নির্বাচন কমিশনের আধিকারিকেরা রাজ্যে এসে ইতিমধ্যেই বৈঠক করেছেন। জেলায় জেলায় যাদের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ সুপাররা কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন তা জানতে চেয়েছেন। তার পরই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন সক্রিয়। অপরাধীদের বিরুদ্ধে় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

এখনও নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি। নির্বাচনী আচরণবিধিও কার্যকর হয়নি। কিন্তু কমিশনের আধিকারিকের বৈঠকের পরই নড়েচড়ে বসেছে পুলিশ। ইতিমধ্যেই তালিকা করে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। যাদের নামে ‘ক্রিমিনাল রেকর্ডস’ আছে, যারা বিভিন্ন অপরাধে অভিযুক্ত, যাদের নামে ওয়ারেন্ট আছে তাঁদের ধরার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাতে। নির্বাচনের সময় যাতে কোনও রকম অপরাধমূলক ঘটনা না ঘটে তার জন্যই এই পদক্ষেপ।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দীনেশ কুমার বলেছেন, ‘‘যাদের বিরুদ্ধে অভিযোগ আছে বা অপরাধের মামলা রয়েছে তাদের আবার ধরার জন্য যা আইনি ব্যবস্থা নেওয়া দরকার তা করা হবে। প্রস্তুতি চলছে।’’

আরও পড়ুন: করোনার জেরে এক জেলাতেই ভোটার বাড়ল প্রায় ৮০ হাজার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE