Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কর্মাধ্যক্ষ নির্বাচনে নতুন মুখ

৯ জনের মধ্যে শুভ্রা মাহাতো ও তপন বন্দ্যোপাধ্যায় বাদে বাকি সাতজনই এবার নতুন মুখ।

নতুন কর্মাধ্যক্ষরা। নিজস্ব চিত্র

নতুন কর্মাধ্যক্ষরা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ০০:০৩
Share: Save:

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মনোনীতরাই ঝাড়গ্রাম জেলা পরিষদের ৯ টি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদে নির্বাচিত হলেন। বুধবার জেলা পরিষদের সভাঘরে সর্বসম্মতভাবে ৯ জন কর্মাধ্যক্ষকে নির্বাচিত করা হয়। ৯ জনের মধ্যে শুভ্রা মাহাতো ও তপন বন্দ্যোপাধ্যায় বাদে বাকি সাতজনই এবার নতুন মুখ।

এ দিন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অধীরকুমার বিশ্বাস ও জেলা পরিষদের সচিব বর্ষারানি বসুর উপস্থিতিতে কর্মাধ্যক্ষ নির্বাচন হয়। নির্বাচিতেরা হলেন পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ শুভ্রা, জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত, কৃষি-সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ তপন বন্দ্যোপাধ্যায়, শিক্ষা-সংস্কৃতি-তথ্য ও ক্রীড়া কর্মাধ্যক্ষ শান্তি টুডু, খাদ্য কর্মাধ্যক্ষ দেবনাথ হাঁসদা, নারী-শিশু উন্নয়ন-ত্রাণ ও জনকল্যাণ কর্মাধ্যক্ষ মনোরমা পাত্র, বন ও ভূমি কর্মাধ্যক্ষ মামনি মুর্মু, মত্স্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ সুপ্রিয়া মাহাতো, ক্ষুদ্রশিল্প-বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি কর্মাধ্যক্ষ সুজলা তরাই। বিগত জেলা পরিষদে শুভ্রা ও তপনবাবু যে দায়িত্বে ছিলেন এ বারও তাঁরা সেই দায়িত্ব পেলেন।

এবার ঝাড়গ্রাম জেলা পরিষদের ১৬টি আসনের মধ্যে ১৩ টিতে জয়ী হন তৃণমূলের প্রার্থীরা। বাকি ৩টি আসনে জয়ী হয় বিজেপি। এ দিন বিজেপির নির্বাচিত ৩ সদস্যের মধ্যে দু’জন হাজির ছিলেন। প্রতিটি স্থায়ী সমিতিতে বিরোধী বিজেপি সদস্যদেরও রাখা হয়েছে। এ দিন কর্মাধ্যক্ষ নির্বাচনের সময় ছিলেন সভাধিপতি মাধবী বিশ্বাস ও সহ-সভাধিপতি মধুসূদন সরেন।

গত ৮ ডিসেম্বর ঝাড়গ্রামে এক দলীয় বৈঠকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের নাম ঠিক করে দিয়েছিলেন তৃণমূলের মহাসচিব। কর্মাধ্যক্ষ নির্বাচনের পরে জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস বলেন, “মানুষের কাছে যথাযথ উন্নয়ন-পরিষেবা পৌঁছে দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE