Advertisement
১১ মে ২০২৪

দুই মামলায় খালাস অধীর

আরও দু’টি মামলার রায় ঘোষণার দিন ধার্য হয়েছে আগামী ৪ এপ্রিল। বুধবার মুক্তি পাওয়া দু’টি মামলার মধ্যে একটি দায়ের করা হয় ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে।

বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।

বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১৫
Share: Save:

অভিযুক্ত সাংসদ ও বিধায়কদের নামে দায়ের করা মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে এ রাজ্যের জন্য বারাসতে বিশেষ আদালত খোলা হয়েছে। ওই বিশেষ আদালতের বিচারক সোমনাথ চক্রবর্তী বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীকে বুধবার দু’টি মামলা থেকে বেকসুর খালাস করে দিয়েছেন। অধীরের আইনজাবী সোমনাথ চক্রবর্তী বলেন, ‘‘সাংসদ অধীর চৌধরী আইন ভেঙেছেন বলে রাজ্য সরকারের পক্ষ থেকে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে। সরকার পক্ষের তোলা অভিযোগ সরকার পক্ষ প্রমাণ করতে না পারায় দু’টি মামলা থেকে সাংসদকে বেকসুর খালাস করে দিয়েছেন বিচারক।’’

আরও দু’টি মামলার রায় ঘোষণার দিন ধার্য হয়েছে আগামী ৪ এপ্রিল। বুধবার মুক্তি পাওয়া দু’টি মামলার মধ্যে একটি দায়ের করা হয় ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে। অধীর চৌধুরীর সঙ্গে অভিযুক্ত ছিলেন কংগ্রেসের মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি মাহফুজ আলম। তিনি বলেন, ‘‘ওই সময় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে সরকারি সম্পত্তি ব্যবহার করার অভিযোগ তুলে মিথ্যা মামলা দায়ের করা হযেছিল।’’ সোমনাথ বলেন, ‘‘বহরমপুর পুরসভার দেওয়াল ব্যবহার করে দলীয় রাজনীতির প্রচার করা হয়েছিল বলে দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়েছিল।’’ তবে এ দিনের রায় শুনে অধীর বলছেন, ‘‘রাজনৈতিক বিদ্বেষ থেকে এমন অজস্র মামলায় আমাকে মিথ্যা ফাঁসানো হয়েছে। মামলার কথা শুনে এখন আর তাই অবাক লাগে না। জানি, ভবিষ্যতেও হয়তো এমন বহু মামলায় আমাকে ফাঁসানোর চেষ্টা হবে।’’ তবে তিনি জানান, আদালতের উপরে তাঁর আস্থা রয়েছে। অধীরের কথায়, ‘‘সেই ভরসাতেই মিথ্যা মামলা থেকে মুক্তির আশা রাখি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Adhir Chowdhury Berhampur Barasat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE