Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Ration

রেশন পেল না কয়েকটি ব্লক

তাঁদের অভিযোগ, বুধবার থেকে রেশন সামগ্রী দেওয়ার কথা থাকলেও তাঁদের তা দেওয়া হয়নি। তাঁরা পরপর দু’দিন হয়রানির শিকার হলেন।

\রেশন দোকানের সামনে লাইন। বহরমপুরে। নিজস্ব চিত্র

\রেশন দোকানের সামনে লাইন। বহরমপুরে। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
বহরমপুর শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২০ ০০:৫৭
Share: Save:

বুধবার থেকে রেশনের মাধ্যমে বাসিন্দাদের বিনা পয়সার চাল, গম, আটা দেওয়ার নির্দেশ ছিল। সেই মতো লাইনে দাঁড়ালেও বুধবারের মতো বৃহস্পতিবারও শমসেরগঞ্জ, বেলডাঙা ২ ব্লকে ব্লকের বাসিন্দারা রেশন সামগ্রী পেলেন না। ঘটনায় ক্ষুব্ধ ওই এলাকার গ্রাহকরা। তাঁদের অভিযোগ, বুধবার থেকে রেশন সামগ্রী দেওয়ার কথা থাকলেও তাঁদের তা দেওয়া হয়নি। তাঁরা পরপর দু’দিন হয়রানির শিকার হলেন। সূত্রের খবর, শুক্রবার শমসেরগঞ্জে শুধু চাল দেওয়া শুরু হবে। বেলডাঙা ২ ব্লকে সোমবার থেকে বিনা পয়সায় চাল গম আটা দেওয়া শুরু হবে।

বিনা পয়সায় রেশন সামগ্রীর বিলির মধ্যে বুধবার রাতে রেজিনগরে পুলিশ হানা দিয়ে বেআইনি ভাবে মজুত রাখা রেশনের সামগ্রী উদ্ধার করেছে। মোট ২২ বস্তা গম ও ৩২ ব্যারেল কেরোসিন তেল আটক করেছে। স্থানীয় জামাল বিশ্বাস ও তোরাব আলির বাড়ি থেকে এই সামগ্রী উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তারা দু’জন পলাতক। কান্দির বেশ কিছু এলাকায় রেশনে চাল গম কম দেওয়ার অভিযোগ উঠেছে।

শমসেরগঞ্জের মালঞ্চর বাসিন্দা দেবাশিস ঘোষ বলেন, ‘‘দু’দিনই রেশন দোকানে দিয়ে লাইন দিয়েছিলাম। দু’দিনই রেশন দোকান থেকে খালি হাতে ফিরতে হয়েছে।’’

ওয়েস্টবেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক নীলরতন দাস বলেন, ‘‘চাল এলেও গম বা আটা না আসায় দু’দিন বিলি করা হয়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি শুক্রবার থেকে শুধু চাল বিলি করা হবে। আটা বা গম এলে তা পরে তা দেওয়া হবে।’’ বেলডাঙা ২ বিডিও সমীররঞ্জন মান্না বলেন, ‘‘একেবারে কোথাও রেশন দেওয়া হয়নি, এটা ঠিক নিয়। আটা বা গম না পৌঁছনোয় কোথাও কোথাও শুধু চাল দেওয়া হয়েছে। তাই ভিড় সামাল দিতে হবে সোমবার থেকে চাল গম আটা দেওয়ার কথা হয়েছে।’’

জেলা খাদ্য নিয়ামক সাধনকুমার পাঠক বলেন, ‘‘চাল গম সর্বত্র পৌঁছেছে। সেই মতো বিলি হচ্ছে। যেহেতু আটার একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে। তাই আটা পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে।’’

তাঁর দাবি, ‘‘ভিড় সামাল দিতে শমসরেগঞ্জ বা বেলডাঙা ২ ব্লকের মতো কিছু ব্লক পরিকল্পনা করে দিন ধরে রেশন সামগ্রী বিলি করার সিদ্ধান্ত নিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Corona Virus Lockdown Ration Berhampore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE