Advertisement
১১ মে ২০২৪

‘হিম্মত থাকলে পেটাক’, ভরসা জোগাচ্ছেন অধীর

কংগ্রেসের মধ্যে তেমন প্রচার না থাকলেও ওই দিনের সভায় কংগ্রেস কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মত।

নিজস্ব সংবাদদাতা
কান্দি শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০১:২২
Share: Save:

দলীয় কর্মীদের অভয় দিলেন তিনি— ‘‘বছর খানেক আগে পঞ্চায়েত ভোটে যা ঘটেছে সেই ঘটনার পুনরাবৃতি ঘটবে না। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলবে ‘চলুন ভোটটা দেবেন।’’ কর্মীদের চাঙ্গা করতে ওই দাবিই করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ ও এবারের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। সোমবার বিকালে বড়ঞা ব্লক কংগ্রেসের কর্মী সভায় যোগ দিয়ে ওই দাবি করেন অধীর চৌধুরী।

ওই সভার জন্য ব্লক কংগ্রেসের মধ্যে তেমন প্রচার না থাকলেও ওই দিনের সভায় কংগ্রেস কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মত। ওই সভা থেকে অধীর বলেন, “পুলিশ সুপার ও জেলা শাসকরা স্বরযন্ত্র করে গত পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষ কে ভোট দিতে দেয়নি। কিন্তু এটা লোকসভা ভোট। যে ভোটের পরিচালক কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাই ঘুঘু দেখছো বাবা ফাঁদ দেখোনি!’’

একই ভাবে জেলা ও ব্লক কংগ্রেসের নেতৃত্বরা বারংবার দাবি করেন শাসক দলের লোকজন বুথ দখল করে ভোটের দিন সন্ত্রাস করবে। কিন্তু সেই কথার পরিপ্রেক্ষিতে অধীর এই দিন বলেন, “পুলিশ সহযোগে তৃণমূলের মস্তানরা যদি একটি বুথ দখল করতে পারে, মানে বুথ দখল করে দেখাতে পারে তা হলে ভোটের পরে রাজনীতি করা ছেড়ে দেব।”

শুভেন্দু অধিকারী ও অনুব্রত মণ্ডলের নাম না করে অধীর বলেন, “মেদনীপুর ও বীরভূম থেকে দু’টি পালোয়ান এসেছে জেলার কংগ্রেসকে দূর্বল করতে। যাদের মঞ্চে তোলার জন্য চারটি লোকের প্রয়োজন হয়। তারা এসে আমাদের জেলাবাসীদের অপমান করে চলে যাচ্ছে বলছে ভোটে নাকি পাচন দিয়ে পেটাবে। হিম্মত থাকে তো এক জন জেলাবাসীকে পাচন দিয়ে পেটান, দেখব আপনারা কত বড় মস্তান।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 Adhir Chowdhury Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE