Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বাসের পিছনে লরির ধাক্কা, আহত ১৫

বৃহস্পতিবার গাংনাপুর থানার চণ্ডীতলায় রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনাগ্রস্ত বাস। নিজস্ব চিত্র

দুর্ঘটনাগ্রস্ত বাস। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রানাঘাট শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ০৩:২৯
Share: Save:

সকালের আলো তখনও সে ভাবে ফোটেনি। যাত্রী তোলার জন্য সবে মাত্র রাস্তার ধারে দাঁড়িয়েছে বাসটি। এমন সময় বালি বোঝাই একটি লরি পিছন থেকে এসে ধাক্কা মারল।

বৃহস্পতিবার গাংনাপুর থানার চণ্ডীতলায় রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় আহত হয়েছেন ১৫ জন বাসযাত্রী। তবে তাঁদের কারও আঘাত গুরুতর নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন ভোরে সামান্য কুয়াশা ছিল। আবার বাসটিও যাত্রী তোলার জন্য হঠাৎ দাঁড়িয়ে যায়। আর তাতে‌ই ঘটে দুর্ঘটনা।

পুলিশ জানিয়েছে, এ দিন ভোরে একটু কুয়াশা ছিল। তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট করে জানানো হয়নি। গাড়ি দু’টিকে আটক করা হয়েছে। ঘটনার পরে দুই গাড়ির চালকই পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। তাঁদের কাছ থেকে দুর্ঘটনার কারণ জানা যাবে বলেই পুলিশের দাবি। এই ঘটনায় কেউ কোনও অভিযোগ দায়ের করেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৬ টা নাগাদ চাকদহ-সিন্দ্রানী ভায়া গাংনাপুর রুটের বেসরকারি বাসটি যাত্রী তোলার জন্য চণ্ডীতলায় দাঁড়িয়েছিল। সেই সময় পিছন থেকে লরিটি এসে ধাক্কা মারে। বাসের পিছন দিকটা দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার পরে আশপাশের লোকজন ছুটে আসে। তারা আহত যাত্রীদের চাকদহ স্টেট জেনারেল হাসপাতাল এবং রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ছুটে যায় পুলিশও। অধিকাংশ আহতকেই প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। বেগতিক বুঝে দুই চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

এক বাসযাত্রী বলেন, ‘‘এক জন রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। তাঁকে তোলার জন্য বাসটি দাঁড়ায়। এমন সময় ধাক্কা। কয়েক জন যাত্রী আহত হন। বাস থেকে বেরনোর পরে জানতে পারি, একটি লরি এসে ধাক্কা মেরেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus Accident Injured Gangnapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE