Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শিক্ষা নীতির বিরুদ্ধে ক্ষোভ

কেন্দ্রীয় শিক্ষা নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণ নিয়ে সরব হল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। রবিবার শিলিগুড়ির মিত্র সম্মেলনী হলে আঞ্চলিক কনভেনশন করে তারা শিক্ষা ব্যবস্থায় বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণ এবং সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে সরব হন

শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০৩:১৩
Share: Save:

কেন্দ্রীয় শিক্ষা নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণ নিয়ে সরব হল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। রবিবার শিলিগুড়ির মিত্র সম্মেলনী হলে আঞ্চলিক কনভেনশন করে তারা শিক্ষা ব্যবস্থায় বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণ এবং সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে সরব হন। এ দিন আঞ্চলিক কনভেনশনে বক্তব্য রাখেন উদ্যোক্তা সংগঠনের সাধারণ সম্পাদক অনীশ রায়, কমিটির রাজ্য শাখার সম্পাদক কার্তিক সাহা, অসম থেকে এসেছেন ভুপেন্দ্রনাথ কাকুতি, আনওয়ারা বেগম, সিকিম থেকে হেমন্ত শর্মারা। অনীশবাবু বলেন, ‘‘অষ্টম শ্রেণি থেকে পাশফেল প্রথা তুলে দিয়ে শিক্ষা ব্যবস্থায় এ রাজ্যেও বিপর্যয় ডেকে আনা হয়েছে। জাতীয় শিক্ষা নীতির ফলে শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে পুরোপুরি বেসরকারিকরণ হতে চলেছে। শিক্ষা ব্যবস্থা মানব সম্পদের উন্নয়নে কাজে লাগছে না, কর্ম ক্ষেত্রের উপযোগী এবং ক্রমেই তা বাজারের উপযোগী করা হচ্ছে।’’ উত্তরবঙ্গের আহ্বায়ক অজিত রায় জানান, শিক্ষা অধিকার আইনে বলা হচ্ছে শিক্ষার্থী কিছু জানুক না জানুক, বয়স অনুসারে তাকে ক্লাসে ভর্তি করাতে হবে। তাতে কোনও ক্লাসের পড়ুয়াদের মধ্যে ভাগ তৈরি হচ্ছে। পড়াতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে শিক্ষক-শিক্ষিকাকে। পাশফেল তুলে দিয়ে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE