Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অস্ত্রোপচারে জুড়ল আঙুল

হাসপাতালে অস্থি রোগ বিশেষজ্ঞ রাজকিশোর সরকার বলেন, ‘‘বুধবার সন্ধ্যায় দিনহাটা চৌধুরীহাট এলাকা থেকে এক মহিলা কেটে ঝুলে থাকা আঙুল নিয়ে হাসপাতালে আসেন।’’

সেই আঙুল। নিজস্ব চিত্র।

সেই আঙুল। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
দিনহাটা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ ০৪:১৭
Share: Save:

কেটে ঝুলে থাকা আঙুল অপারেশনের মধ্য দিয়ে জোড়া লাগাল দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসক রাজকিশোর সরকার। বুধবার রাতে দিনহাটা দুই ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের চান্দেরকুটি এলাকার রেণুবালা সেন নামে এক মহিলার হাতের আঙুল অপারেশন করেন ওই চিকিৎসক। চিকিৎসা শাস্ত্রে যাকে বলে ‘ট্রমাটিক সার্প কাট ইনজুরি’। দিনহাটা মহকুমা হাসপাতালে এ ধরনের অপারেশন এই প্রথম বলেও দাবি চিকিৎসকের।

হাসপাতালে অস্থি রোগ বিশেষজ্ঞ রাজকিশোর সরকার বলেন, ‘‘বুধবার সন্ধ্যায় দিনহাটা চৌধুরীহাট এলাকা থেকে এক মহিলা কেটে ঝুলে থাকা আঙুল নিয়ে হাসপাতালে আসেন।’’ চিকিৎসক তড়িঘড়ি তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন। রাতেই অপারেশনের ব্যবস্থা করা হয়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর ওই মহিলার আঙুল জোড়া লাগানো সম্ভব হয়। ওই রোগীকে বৃহস্পতিবার সকালে ছুটি দিয়ে দেওয়া হলেও এধরনের এই অপারেশন স্বাস্থ্য কর্মীদের সহযোগিতায় সাফল্য পায় বলেও চিকিৎসক জানান।

বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল বলেন, ‘‘দীর্ঘ দিন হাসপাতালে কোনও অস্থি রোগ বিশেষজ্ঞ ছিলেন না। রাজকিশোর সরকার হাসপাতালের যোগ দিয়েই এদিন এক মহিলার ঝুলে থাকা আঙ্গুল রিকনস্ট্রাকশন সার্জারির মাধ্যমে জোড়া লাগাতে সক্ষম হন। চিকিৎসা শাস্ত্রে যাকে বলে ট্রমাটিক সার্প কাট ইনজুরি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Operation Doctor Cut Finger
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE