Advertisement
০৫ মে ২০২৪

প্রতিযোগিতা ঘিরে ছুটির মেজাজ, বিতর্ক

সোমবার থেকে আলিপুরদুয়ারে আন্তঃজেলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়৷ এ বার পাঁচ বছরে পা দেওয়া এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে।

বন্ধ: প্রাথমিক বিদ্যালয় সংসদের দফতরে তালা। মঙ্গলবার দুপুরে, আলিপুরদুয়ারে। নিজস্ব চিত্র

বন্ধ: প্রাথমিক বিদ্যালয় সংসদের দফতরে তালা। মঙ্গলবার দুপুরে, আলিপুরদুয়ারে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ০২:৫০
Share: Save:

দিনের বেশিরভাগ সময়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দফতর থাকল তালাবন্ধই৷ খোলাই হল না তিনটি সার্কেলের সব স্কুলের দরজা৷ আন্তঃজেলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে আলিপুরদুয়ারে দু’দিন ধরে এমন ছুটির মেজাজ দেখে রীতিমতো অবাক বিভিন্ন মহল৷ শুরু হয়েছে কড়া সমালোচনাও৷ যদিও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কর্তারা অভিযোগ মানতে নারাজ৷

সোমবার থেকে আলিপুরদুয়ারে আন্তঃজেলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়৷ এ বার পাঁচ বছরে পা দেওয়া এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে। শিক্ষা দফতরের হিসাবে যে মাঠ আলিপুরদুয়ার টাউন সার্কেলে অবস্থিত৷ কিন্তু অভিযোগ, এই প্রতিযোগিতাকে ঘিরে সোম ও মঙ্গলবার, এই দু’দিন ধরে আলিপুরদুয়ার টাউন সার্কেলের পাশাপাশি আলিপুরদুয়ার সাউথ ও ইস্ট সার্কেলকেও ছুটি দিয়ে দেওয়া হয়৷ মূলত এই নিয়েই ক্ষোভ বিভিন্ন মহলের৷

অভিযোগ, প্রতি বছরই দেখা যায়, সাধারণত যে সার্কেলে প্রতিযোগিতাটি হচ্ছে, ছুটি দেওয়া হয় শুধুমাত্র সেই সার্কেলের স্কুলগুলিকে৷ কিন্তু এ বার সঙ্গে আরও দু’টি সার্কেল যোগ হওয়ায় শুধুমাত্র সেখানে প্রথামিক বিদ্যালয়গুলি বন্ধই থাকেনি, বন্ধ ছিল মিড-ডে মিলও৷ বিষয়টি নিয়ে সরব হয়েছে বামপন্থী শিক্ষক সংগঠন এবিপিটিএ৷

সংগঠনের জেলা সম্পাদক শুভাশিস বর্ধনের অভিযোগ, ‘‘একটি সার্কেলের অধীনে থাকা মাঠে প্রতিযোগিতা হচ্ছে৷ তার জন্য তিনটি সার্কেলে দু’দিন ধরে সরকারি ভাবে ছুটি ঘোষণাটা ঠিক হয়নি৷ আমরা দিন কয়েক আগে বিষয়টি নিয়ে আমাদের আপত্তির কথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কর্তাদের কাছেও তুলে ধরেছিলাম৷’’

বিতর্কের এখানেই শেষ নয়৷ প্রতিদিনই জেলার নানা প্রান্তের শিক্ষকেরা বিভিন্ন দরকারে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দফতরে যান৷ কিন্তু অভিযোগ, দু’দিন ধরে সেখানেও ছিল ছুটির মেজাজ৷ দিনের বেশিরভাগ সময়েই দেখা গিয়েছে, সংসদে তালা ঝুলেছে৷ এবিপিটিএ-র জেলা সম্পাদক শুভাশিসবাবুর কথায়, ‘‘প্রতিযোগিতা চালানোর জন্য তো স্কুল ছুটি দিয়ে শিক্ষকদের মাঠে পাঠানো হয়েছিল৷ তার পরেও কেন এ ভাবে প্রথমিক বিদ্যালয় সংসদের দফতরে তালা ঝোলানো হল, তা বুঝতে পারছি না৷ তা ছাড়া, এই প্রতিযোগিতার জন্য সংসদ এ ভাবে বন্ধও রাখা যায়না৷’’

যদিও কোনও অভিযোগই মানতে চাননি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কর্তারা৷ সংসদ চেয়ারম্যান অনুপ চক্রবর্তী বলেন, ‘‘প্রতিবারই এই প্রতিযোগিতার আয়োজক সার্কেলে সব স্কুল ছুটি থাকে৷ গত বছর তিনটি

সার্কেল একসঙ্গে প্রতিযোগিতার আয়োজনের দাবি করেছিল৷ শেষ পর্যন্ত তিনটি সার্কেলকে একসঙ্গে সেই দায়িত্ব দেওয়া হয়৷ সে জন্যই আয়োজক সার্কেল হিসাবে এই তিন জায়গায় ছুটি থাকে৷ তা ছাড়া, প্রতিযোগিতার জন্য দিনের বেশিরভাগ সময়ে প্রাথমিক বিদ্যালয় সংসদে তালা ঝুলেছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে, সেটাও ঠিক নয়৷ হয়তো কোনও প্রয়োজনে এক-দু’বার সংসদ বন্ধ করে কর্মীরা মাঠে গিয়েছিলেন৷ তবে সেটা হলেও একেবারে কম সময়ের জন্য হয়েছে৷ প্রতিযোগিতার মাঝে আমি নিজেও এ দিন দফতরে অনেকক্ষণ ছিলাম৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

School Controversy Inter School Tournament
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE