Advertisement
০৫ মে ২০২৪

রং তুলিতে ফুটছে ফুটবল

জন্ম থেকেই কথা বলতে পারেন না সৌরভ সেনগুপ্ত। কিন্তু তা রুখতে পারেনি শিলিগুড়ির শক্তিগড় এলাকার বাসিন্দা সৌরভের শিল্পীসত্ত্বাকে। তাঁর হাতের আঁকা ছবি যেন কথা বলে। ফুটবল বিশ্বকাপের উত্তেজনা স্পর্শ করেছে সৌরভকে। আর তাঁর হাতে রং-তুলিতে ফুটে উঠেছে মেসি, মারাদোনার মুখ। আর্জেন্টিনার অন্ধ ভক্ত সৌরভ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনের দেওয়ালে ফুটিয়ে তুলেছেন এই ছবি।

শিল্প: তুলির টানে দেওয়াল জুড়ে মেসি। নিজস্ব চিত্র

শিল্প: তুলির টানে দেওয়াল জুড়ে মেসি। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০১ জুলাই ২০১৮ ০৮:৩০
Share: Save:

জন্ম থেকেই কথা বলতে পারেন না সৌরভ সেনগুপ্ত। কিন্তু তা রুখতে পারেনি শিলিগুড়ির শক্তিগড় এলাকার বাসিন্দা সৌরভের শিল্পীসত্ত্বাকে। তাঁর হাতের আঁকা ছবি যেন কথা বলে। ফুটবল বিশ্বকাপের উত্তেজনা স্পর্শ করেছে সৌরভকে। আর তাঁর হাতে রং-তুলিতে ফুটে উঠেছে মেসি, মারাদোনার মুখ। আর্জেন্টিনার অন্ধ ভক্ত সৌরভ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনের দেওয়ালে ফুটিয়ে তুলেছেন এই ছবি।

শনিবার তাঁর আঁকা ছবি দেখতে অনেকে ভিড় জমান ওই এলাকায়। এর আগেও ভারতীয় ক্রিকেট দলে খেলা শিলিগুড়ির বাসিন্দা ঋদ্ধিমান সাহার ছবি এঁকে সবাইকে অবাক করে দিয়েছিলেন তিনি। খোদ ঋদ্ধিমানও সেই ছবির প্রশংসা করেন। এখন সৌরভ ছবি আঁকা শেখানোকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। ৮০ জন ছাত্রছাত্রীকে তিনি খুব কম খরচে আঁকা শেখান বলে জানান।

উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করে শিলিগুড়ি কলেজে ভর্তি হলেও সেখানে তাঁর ভাল লাগত না। তখন থেকেই ছবি আঁকায় মনোনিবেশ করেন সৌরভ। তাঁর স্ত্রী সঞ্চিতা সেনগুপ্তও মূক ও বধির। সৌরভের বাবা পুলক কান্তি সেনগুপ্ত বলেন, ‘‘ছবি আঁকাটা ওঁর নেশা। প্রত্যেকদিন ছেলেমেয়েরা ওঁর কাছে ছবি আঁকা শিখতে আসে। ওঁর স্ত্রীও ভীষণ আন্তরিক। ছেলের কাজে ও খুব উৎসাহ দেয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE