Advertisement
০৭ মে ২০২৪

জলপাইগুড়িতে জ্বরে মৃত যুবক

জ্বরে এক জনের মৃত্যু হল জলপাইগুড়িতে৷ জেলার বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে কয়েকশো মানুষ জ্বরে আক্রান্ত ৷ তাদের মধ্যে শুধুমাত্র জলপাইগুড়ি সদর হাসপাতালেই ভর্তি প্রায় তিনশো জন ৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৬ ০১:৫০
Share: Save:

জ্বরে এক জনের মৃত্যু হল জলপাইগুড়িতে৷ জেলার বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে কয়েকশো মানুষ জ্বরে আক্রান্ত ৷ তাদের মধ্যে শুধুমাত্র জলপাইগুড়ি সদর হাসপাতালেই ভর্তি প্রায় তিনশো জন ৷

গত কয়েক দিন ধরেই জলপাইগুড়ি জেলায় জ্বরের প্রকোপ চলছে৷ ঘরে ঘরে জ্বরের সঙ্গে মাথা যন্ত্রণার রোগী বেড়েই চলছে৷ প্রতিদিনই হাসপাতাল ও চিকিৎসকদের কাছে জ্বরে আক্রান্ত রোগীদের লম্বা লাইন পড়ছে৷ তবে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। শুক্রবার জলপাইগুড়ির শহরের সঞ্জীব মন্ডল (৩৫) জ্বরে আক্রান্ত হয়ে
মারা যান৷

জলপাইগুড়ির দেশবন্ধু পাড়ার বাসিন্দা সঞ্জীববাবু কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন৷ তার আত্মীয় স্বরূপ দত্ত জানিয়েছেন, গতকালই আচমকা তার জ্বরটা বেড়ে যায়৷ সেই সঙ্গে ছিল মাথার যন্ত্রণা৷ হোমিওপ্যাথির পাশাপাশি অ্যালোপ্যাথি ওষুধও দেওয়া হয় সঞ্জীববাবুকে৷ কিন্তু আজ সকালে আচমকাই খিচুনি দিতে দিতে অজ্ঞান হয়ে যান তিনি৷ বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার গয়ারাম নস্কর জানিয়েছেন, “সঞ্জীববাবু কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন বলে শুনেছি৷ আগেই ওঁকে হাসপাতালে নিয়ে এলে হয়তো বাঁচানো যেত৷ তবে কী ধরনের জ্বরে আক্রান্ত হওয়ার জন্য তাঁর মৃত্যু হল, তা জানতে মৃতদেহের ময়নাতদন্তের পাশাপাশি ভিসেরাও পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে৷”

এ দিকে বর্ষা শুরু হতেই ঘরে ঘরে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিন্তা বাড়ছে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের একাংশের মধ্যেও৷ কারণ প্রতিদিনই সরকারি হাসপাতালের আউটডোরে রোগীদের লম্বা লাইনের পাশাপাশি প্রচুর রোগী হাসপাতালেও ভর্তি হচ্ছেন৷ শুধুমাত্র জলপাইগুড়ি সদর হাসপাতালেই এই মুহুর্তে প্রায় তিনশো রোগী জ্বর নিয়ে ভর্তি৷ অথচ, এ ধরনের রোগীদের জন্য হাসপাতালে দুশোটি বেডের ব্যবস্থা রয়েছে৷ ফলে প্রচুর রোগীকে মেঝেতেও রাখতে হচ্ছে৷ গয়ারামবাবু জানিয়েছেন, বেডের চাইতে রোগীর সংখ্যা বেশি হওয়াতেই এই সমস্যা৷ জেলা হাসপাতালের কর্তারা দাবি করেছেন, প্রতিদিন প্রচুর সংখ্যায় রোগী জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেও, তাদের কেউই ম্যালেরিয়াতে আক্রান্ত নন৷ বরং সবাই ভাইরাস ঘটিত জ্বরে আক্রান্ত৷ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন, “প্রতি বছরই বর্ষার মরসুমে এই ধরনের জ্বরের প্রকোপ জলপাইগুড়িতে দেখা যায়৷ এ বার এই প্রকোপটা একটু বেশি বলেই মনে হচ্ছে৷ তবে এই মুহুর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ পরীক্ষা করেও দেখা গেছে, যে ভাইরাসের আক্রান্ত হয়ে জ্বরে পড়ছেন মানুষ, তা ভয়ঙ্কর কিছু না৷ তবুও একজন কেন মারা গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে৷”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jalpaiguri fever
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE