Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দুষেও মুখ্যমন্ত্রীকেই ‘ভরসা’ রাহুলের

পাহাড় থেকে শুরু করে বসিরহাট বা বাদুড়িয়ার ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে এ দিন তাঁর পদত্যাগও দাবি করেন রাহুল সিনহা৷ রাজ্য সরকারের শান্তি কমিটি নিয়েও তিনি আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন৷

জলপাইগুড়িতে দলের বিস্তারক কর্মসূচিতে যোগ দেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ।

জলপাইগুড়িতে দলের বিস্তারক কর্মসূচিতে যোগ দেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৭ ০২:৩৮
Share: Save:

কড়া ভাষায় সমালোচনা করতে গিয়ে পাহাড়ে এক সময় শান্তি প্রতিষ্ঠার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কৃতিত্ব দিয়ে বসলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ৷ তবে একইসঙ্গে পাহাড়ের বর্তমান পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে তার পদত্যাগেরও দাবি তুললেন তিনি৷

শনিবার জলপাইগুড়িতে দলের বিস্তারক কর্মসূচিতে যোগ দেন রাহুলবাবু। এখানেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে রাহুলবাবু পাহাড় সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি করেন৷ তাঁর কথায়, ‘‘এ রাজ্যে মুখ্যমন্ত্রীই সব৷ বাকি মন্ত্রী বা আমলাদের কোনও সম্মান নেই৷ তাই পাহাড় সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর উচিত তাঁর উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকা৷ সাত বছর আগে তো আলোচনার মাধ্যমেই পাহাড় শান্ত করেছিলেন মুখ্যমন্ত্রী৷ আজ কেন আলোচনা করছেন না৷’’

তবে পাহাড় থেকে শুরু করে বসিরহাট বা বাদুড়িয়ার ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে এ দিন তাঁর পদত্যাগও দাবি করেন রাহুল সিনহা৷ রাজ্য সরকারের শান্তি কমিটি নিয়েও তিনি আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন৷

দু’দিন আগে বেলাকোবায় বিজেপির এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের বিরুদ্ধে৷ হাসপাতালে ভর্তি নকুল দাস নামের ওই কর্মীকে এ দিন দেখতে যান রাহুলবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE